বিজয় বার্তা ২৪ ডট কম
নারায়ণগঞ্জের বন্দর উপজেলায় কল্পনা আক্তার নামে নবম শ্রেণির এক ছাত্রীর বাল্যবিয়ে বন্ধ হয়েছে। বৃহস্পতিবার দুপুরে এ ঘটনা ঘটে।
বন্দরের ইউএনও শুক্লা সরকার ধামগড় ইউপির ৯নং ওয়ার্ডের মালামত এলাকায় ওই ছাত্রীর বাড়িতে উপস্থিত হয়ে এ বিয়ে বন্ধ করেন। কল্পনা আক্তার কুড়িপাড়া উচ্চ বিদ্যালয়ের নবম শ্রেণির ছাত্রী।
জানা গেছে, শুক্রবার কল্পনা আক্তারের বিয়ে ছিল। বৃহস্পতিবার তার গায়ে হলুদের অনুষ্ঠানে হাজির হন ইউএনও। সঙ্গে ছিলেন ধামগড় ইউপি চেয়ারম্যান মাসুম আহম্মেদ, ৯নং ইউপি মেম্বার আমজাদ হোসেনসহ এলাকার অন্যরা।
এ প্রসঙ্গে ইউএনও শুক্লা সরকার বলেন, ধামগড় ইউপির মালামত এলাকায় বাল্যবিয়ের সংবাদ পেয়ে দ্রুত ঘটনাস্থলে উপস্থিত হই এবং বিয়ে বন্ধ করি।