বিজয় বার্তা ২৪ ডট কম
নারায়ণগঞ্জের বন্দরে জাহাঙ্গীর আলম(২৫)নামে গণধর্ষণ মামলার এক আসামীকে গ্রেফতার করেছে বন্দর ফাঁড়ি পুলিশ। মঙ্গলবার দুপুরে সুদূর রাজধানীর কেরানীগঞ্জ থানাধীন কামরাঙ্গীরচর এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়। ধৃত জাহাঙ্গীর মাদারীপুর জেলার শিবপুর থানা এলাকার আশরাফউদ্দিন মিয়ার ছেলে। বন্দর পুলিশ ফাঁড়ির ইনচার্জ ইন্সপেক্টর ইমদাদুল হক জানান,জাহাঙ্গীর আলমকে গত মার্চ মাসে বন্দর থানায় গাজীপুর জয়দেবপুর সাইনবোর্ড এলাকার ভাড়াটিয়া মৃত মোফাজ্জল হোসেনের কন্যা (২০) কর্তৃক দায়েরকৃত ৭৭(৩)১৮নং মামলার অন্যতম আসামী। প্রসঙ্গতঃ ২০ মার্চ রাতে লম্পট জাহাঙ্গীরসহ তার আরো কয়েক সহযোগী মিলে ভিকটিম(২০)কে বন্দর ভূমি অফিসের সামনের একটি নির্জণ স্থানে নিয়ে জোরপূর্বক গণধর্ষণ করে। এ ব্যাপারে ধর্ষিতা বাদী হয়ে জাহাঙ্গীরসহ আরো ৫জনকে আসামী করে বন্দর থানায় একটি মামলা দায়ের করেন।