বিজয় বার্তা ২৪ ডট কম
বন্দরে গার্মেন্টস্ শ্রমিক কিশোরী মুনমুন(১২) হত্যা মামলার চার্জশিটভূক্ত পলাতক আসামী রাহুল (২২)কে গ্রেপ্তার করেছে পুলিশ। সোমবার দুপুরে থানার চৌড়াপাড়া এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়। যার সিদ্ধিরগঞ্জ থানার মামলা নং- ৩৮(৪)১৭। ধৃত রাহুল বন্দর থানার সোমবাড়িয়া বাজার সংলগ্ন এলাকার হুমায়ুন কবির মিয়ার ছেলে।
সুত্রমতে,নারায়ণগঞ্জ জেলার বন্দর থানাধীন চৌড়াপারা এলাকার জাবেদ মিয়ার বাড়ীর ভাড়াটিয়া মজনু শেখের কিশোরী মেয়ে মুনমুন সিদ্দিরগঞ্জ থানার একটি পোশাক শিল্প কারখানায়(গার্মেন্টেস) বেশ কিছুদিন ধরে কাজ করে আসছিল। চৌড়াপাড়ার হুমায়ুন কবির মিয়ার লম্পট ছেলে রাহুল সিদ্দিরগঞ্জ ওই গার্মেন্টেসের সামনে মুনমুনকে পথ রোধ করে উত্যক্ত করত। গত ৮মাস পূর্বে মুনমুন প্রতিদিনের ন্যায় তার কর্মবিরতির পর বাড়িতে ফিরছিল। বাড়ী ফেরার পথে লম্পট ধর্ষক রাহুল ও তার ৪ সহযোগী মিলে মুনমুনকে ইচ্ছার বিরুদ্ধে ধরে নিয়ে নির্জন স্থানে গিয়ে পালাক্রমে গনধর্ষন করে শ^াসরুদ্ধ করে হত্যা করে শিতলক্ষা নদীতে ফেলে চম্পট দেয়। গত রবিবার দুপুরে গোপন সুত্রে খবর পেয়ে বন্দর থানার এএসআই জাকিউল সঙ্গীয় ফোর্সসহ চৌড়াপাড়ায় অবস্থান কালে চার্জশিটভূক্ত আসামী ধর্ষক রাহুলকে গ্রেপ্তার করতে সক্ষম হয়। সোমবার দুপুরেই ধৃত ধর্ষক রাহুলকে সিদ্দিরগঞ্জ থানায় সোপর্দ করা হয়।