বিজয় বার্তা ২৪ ডট কম
বন্দরে একাধিক মামলার ওয়ারেন্টভূক্ত ৩ পলাতক আসামীকে গ্রেফতার করেছে পুলিশ। বুধবার রাতে পৃথক স্থানে অভিযান চালিয়ে এদের গ্রেফতার করা হয়। ধৃতরা হচ্ছে বন্দর থানার চিড়াইপাড়া এলাকার মৃত আব্দুল মজিদ মিয়ার ছেলে একাধিক মাদক মামলার পলাতক আসামী ফেন্সি ফজলু (৫৫),আনন্দনগর এলাকার সিআর মামলার ওয়ারেন্টভূক্ত পলাতক আসামী মোঃ দেলোয়ার হোসেনের ছেলে মোঃ তাজুল ইসলাম(৩০) ও মাদকসহ একাধিক মামলার আসামী মাহমুদ নগর এলাকার মোঃ জুলহাস মিয়ার ছেলে মোঃ কামাল হোসেন ওরফে সুমন(৩২)। গতকাল বৃহস্পতিবার পুলিশ গ্রেফতারকৃতদের নারায়নগঞ্জ আদালতে প্রেরন করে।