বিজয় বার্তা ২৪ ডট কম
সরকারি নিষেধ অমান্য করে ৩ নদীর মহনায় জাটকা মাছ ধরার অপরাধে ২ সহোদর জেলেকে আটক করেছে কলাগাছিয়া নৌ ফাঁড়ী পুলিশ। ওই সময় পুলিশ ৬০ হাজার মিটার কারেন্ট জাল উদ্ধার করে। বুধবার রাতে শীতলক্ষা নদী থেকে মা ইলিশ ধরার সময় তাদেরকে হাতে নাতে আটক করা হয়। আটককৃত জেলেরা হলো, মুন্সিগঞ্জ জেলার গজারিয়া থানার বলাহিরচর এলাকার সুরুজ মিয়ার ২ ছেলে জুয়েল (২২) ও সোহেল (২৫)। নৌ ফাঁড়ী পুলিশ আটকৃত জেলেদের বৃহস্পতিবার সকালে বন্দর উপজেলা পরিষদের প্রেরণ করলে উপজেলা পরিষদের ভূমি কমিশনার শাহিনা শবনম ভ্রাম্যমান আদালতের মাধ্যমে ২ জনকে ৬ হাজার টাকার জরিমানা আদায় করে তাদেরকে ছেড়ে দেয়। এবং উদ্ধারকৃত কারেন্টজাল উপজেলা প্রাঙ্গনে মৎস কর্মকর্তা মাহমুদা আক্তার ও সহকারি মৎস কর্মকর্তা জিয়াসমিন আক্তার ও কলাগাছিয়া নৌ ফাঁড়ী ইনর্চাজ সামছুল ইসলামের উপস্থিতিতে আগুন দিয়ে পুড়িয়ে ধ্বংশ করা হয়।