বিজয় বার্তা ২৪ ডট কম
বন্দরে জমি সংক্রান্ত বিরোধের জের ধরে পিতা পুত্রকে ধারালো অস্ত্র দিয়ে নৃশংসভাবে কুপিয়েছে কথিত মামা বাহিনীর প্রধান মোহাম্মদ আলী ও তার সাঙ্গ-পাঙ্গরা। শুক্রবার সন্ধ্যায় থানার দীঘলদি গ্রামে এ ঘটনাটি ঘটে। আহতদেরকে গুরুতর অবস্থায় নারায়নগঞ্জ জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে। আহতের পারিবারিক সুত্র জানায়,দীঘলদি গ্রামের মৃত ওমর আলীর ছেলে মামা বাহিনীর প্রধান মোহাম্মদ আলীর সঙ্গে তারই ভাগিনা নুরুল ইসলামের দীর্ঘদিন যাবৎ জমি সংক্রান্ত বিরোধ চলছিল। এর ধারাবাহিকতায় শুক্রবার উভয়ের মধ্যে ফের বিরোধ হলে এক পর্যায়ে ক্ষীপ্ত হয়ে মামা বাহিনীর প্রধান মোহাম্মদ আলী ও তার সাঙ্গ-পাঙ্গরা ধারালো অস্ত্র দিয়ে হত্যার চেষ্ঠায় নৃশংসভাবে কুপায়। পরে আশপাশের লোকজন আহতদেও উদ্ধার করে নারায়নগঞ্জ জেনারেল হাসপাতালে ভর্তি করে। এ ব্যাপারে বন্দর থানায় মামলা প্রস্তুতি চলছে।