বিজয় বার্তা ২৪ ডট কম
নারায়ণগঞ্জের বন্দর উপজেলায় জমি ও বাজার দখলকে কেন্দ্র করে দু’গ্রুপের সংঘর্ষের ঘটনা ঘটেছে। এসময় ধাওয়া পাল্টা ধাওয়ায় পারভেজ নামে একজন গুলিবিদ্ধ সহ অন্তত ১০ জন আহত হয়েছে। সংগর্ষের সময় ২টি মোটর সাইকেল ভাংচুর ও ২টি মোটর সাইকেলে আগুন দিয়ে জালিয়ে দেয় একটি পক্ষ।
বৃহস্পতিবার (১৬ মার্চ) দুপুরে উপজেলার ফরাজিকান্দার বীরৃুক্তিযোদ্ধা নাসিম ওসমান ৩য় শীতলক্ষ্যা সেতু পাশের এই সংঘর্ষের ঘটনা ঘটে।
স্থানীয় এলাকাবাসী জানান, বন্দর উপজেলার জাতীয় পার্টির সভাপতি ও কালাগাছিয়া ইউপি সাবেক চেয়ারম্যান প্রয়াত রাইসুল হকের পৈত্রিক সম্পদ জমি ও বাজার স্থানীয় ভাড়া দিয়ে গ্রামের মসজিদ ও মাদ্রাসা সহ এলাকার নানা কাজে ব্যবহার করা হয়। সেই বাজার ও সম্পতি দখল করতে দুপুরে নারায়ণগঞ্জ শহর থেকে মোটরসাইকেল ও প্রাইভেটকারে যোগে অর্ধশতাধিক লোজজন নিয়ে যায় জাতীয় পার্টির নেতা হায়দার আলী শামীম ওরফে পিজা শামীম। ঘটনার সময় অস্ত্রসহ অর্ধশতাধিক লোকজন জমিগুলো দখলের চেষ্টা করে। এ সময় তাদের বাধা দিতে গেলে গুলিবিদ্ধ হয় রাইসুল হকের ছেলে পারভেজ। কুপিয়ে রক্তাক্ত করা হয় তার স্ত্রী সুমিকে। তখন বিক্ষুব্ধ গ্রামবাসী তাদের ধাওয়া দিলে সংঘর্ষ বাঁধে। পরে পুলিশ এসে পরিস্থিতি নিয়ন্ত্রনে আনে।
আহতের দুইজন চাচা জানান, গুলিবিদ্ধ পারভেজকে পুলিশের গাড়িতে করে পঙ্গু হাসপাতালে পাঠানো হয়েছে। তার স্ত্রী সুমিকে ঢাকা মেডিকেল কলেজ হাসাপাতালে ভর্তি করা হয়েছে।
আহত মনিরুল হক পারভেজ জানান, জমি ও বাজার দখল করতে সন্ত্রাসী পিজা শামীমের নেতৃত্বে অর্ধশতাধিক হুন্ডা ও কয়েকটি প্রাইভেটকার সহ তার বাহিনী নিয়ে হামলা চালায়। এসময় তাদের বাঁধা দিলে কিছু বুঝে উঠার আগেই আমাকে গুলিবিদ্ধ করে। পরে আমি আহত হয়ে মাটিতে লুটে পড়ি। তাদের হামলায় আমি সহ অন্তত ১০ জন আহত হয়েছে। ঘটনাস্থলে এলাকাবাসী সন্ত্রাসীদের ধাওয়া দিলে তারা পালিয়ে যায়।
ঘটনার বিষয়ে বন্দর থানার ওসি আবু বক্কর সিদ্দিক জানান, পুলিশ ঘটনাস্থলে এসে পরিস্থিতি নিয়ন্ত্রণে এনেছে। মূলত জমি দখল নিয়ে দু’পক্ষের সংঘর্ষ হয়। এ ঘটনায় অন্তত ১৫ জনকে আহত হয়েছে৷ যারা আহত হয়েছে তাদের বিভিন্ন হাসপাতালে চিকিৎসা দেয়া হচ্ছে।
এ ব্যাপারে অতিরিক্ত পুলিশ সুপার চাউলাউ মারমা বলেন, এঘটনায় এখন পর্যন্ত চারজনকে আটক করা হয়েছে। আরো যারা এ ঘটনার সাথে যারা জড়িত রয়েছে তাদের আইনের আওতায় আনা হবে।।