বিজয় বার্তা ২৪ ডট কম
বন্দরে গ্যাসের রাইজারে আগুন লেগে ব্যাপক আতংকের সৃষ্টি করেছে। আকস্মিক এ অগ্নিকান্ডে হতাহতের কোন খবর না পাওয়া গেলেও ১টি টিনসেড ঘর পুড়ে ছাই হয়ে যায়। খবর পেয়ে বন্দর ফায়ার সার্ভিসের একটি দমকল ইউনিট ঘটনাস্থলে উপস্থিত হয়ে আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হয়। বৃহস্পতিবার রাতে থানার লেজারার্স আবাসিক এলাকার তেল ব্যবসায়ী মনসুর মিয়ার বাড়িতে এ ঘটনাটি ঘটে। প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়,লেজারার্স আবাসিক এলাকার তেল ব্যবসায়ী মনসুর মিয়ার বাড়ির গ্যাসের রাইজার হতে বৃহস্পতিবার দিবাগত রাত সাড়ে ৭টায় আকস্মিকভাবে আগুণ ধরে যায়। প্রাথমিক অবস্থায় কারো গোচরে না আসায় আগুন তীব্রতর হয়ে ওঠে। লেলিহান শিখা বাড়তে থাকলে এক পর্যায়ে বিষয়টি মনসুর মিয়ার পরিবারের লোকজনের দৃাষ্টপাত হলে তারা ডাক চিৎকার করলে আশ পাশের বাসিন্দারা দ্রুত ঘটনাস্থলে ছুটে এসে আগুন নিভানোর চেষ্টা করে। ততক্ষণে আগুনের দাপট আরো বেড়েড় যায়। খবর পেয়ে বন্দর ফায়ার সার্ভিসের একটি দমকল ইউনিট ঘটনাস্থলে উপস্থিত হয়ে আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হয়।