বিজয় বার্তা ২৪ ডট কম
নারায়ণগঞ্জের বন্দরে মদনপুরে ইপিলিয়ন গার্মেন্টসে চাকুরী দেয়ার কথা বলে এক যুবতীকে ধর্ষনের ঘটনায় অজ্ঞাতনামা আসামি তথা বাদশাকে গ্রেফতার করেছে বন্দর থানা পুলিশ। গত ১০ ফেব্রুয়ারি থেকে প্রায় ৭২ঘন্টার ব্যাপক অভিযানের পর শনিবার বিকেলে তাকে রূপগঞ্জের ডহরগাঁ এলাকা থেকে গ্রেফতার করা হয়।
গ্রেফতারকৃত বাদশা ওরফে সোহাগ ব্রাহ্মণবাড়িয়া জেলার বাঞ্চারামপুর থানার মৃত মোঃ মতিন মিয়ার ছেলে। সে বর্তমানে রূপগঞ্জের ডহরগাঁ এলাকায় বসবাস করে আসছে।
গ্রেফতারকৃত বাদশাকে আজ আদালতে পাঠানো হয়েছে বলে বিষয়টি নিশ্চিত করেন বন্দর থানার ওসি দিপক কুমার সাহা ।
প্রসঙ্গত, যুবতীটি গত ৯ফেব্রুয়ারি বন্দরের মদনপুরস্থ ইপিলিয়ন গার্মেন্টসে চাকুরী খোঁজার উদ্দেশ্যে আসেন। এসময় অভিযুক্ত বাদশা নিজেকে ঐ গার্মেন্টসের কর্মচারী দাবি করে চাকরি দেয়ার প্রলোভন দেখিয়ে ঐ এলাকার একটি পরিত্যক্ত কক্ষে নিয়ে জোরপূর্বক ধর্ষণ করে পালিয়ে যায়। পরে যুবতী বন্দর থানায় অজ্ঞাত আসামি করে মামলা রুজু করলে পুলিশ ঐ এলাকার সিসি টিভি ফুটেজ সংগ্রহ করলে ভুক্তভোগী আসামিকে চিহ্নিত করে আসামিকে গ্রেফতার করেন