বিজয় বার্তা ২৪ ডট কম
নাারায়ণগঞ্জের বন্দরে কেজি গাঁজাসহ ২ মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে পুলিশ। শুক্রবার গভীর রাতে নবীগঞ্জস্থ কদমরসুল পৌরসভা মোড় থেকে তাদেরকে আটক করা হয়। ধৃতরা হচ্ছে একরামপুর সুইপার কলোনী এলাকার মৃত প্রতাপ লালের ছেলে ওমর লাল(২৮) একই এলাকার মোহাম্মদ আলীর ছেলে দীপ্ত(২০)। এ ব্যাপারে শনিবার সকালে বন্দর থানায় মাদক আইনে একটি মামলা রুজু হয়েছে। থানা সূত্রে জানা যায়,উল্লেখিতরা শুক্রবার দিবাগত রাত পৌণে ৪টায় একরামপুরস্থ কদমরসুল পৌরসভা মোড় হতে গাঁজা নিয়ে ওমর লালের বাড়ির উদ্দেশ্যে রওনা হয়। এ সময় গোপন সূত্রে খবর পেয়ে বন্দর ফাঁড়ির ইনচার্জ অজয় কুমার পাল সঙ্গীয় ফোর্স নিয়ে ঘটনাস্থলে হানা দিয়ে তাদেরকে হাতে নাতে আটক করতে সক্ষম হয়।