বিজয় বার্তা ২৪ ডট কম
নারায়ণগঞ্জের বন্দরে গণপিটুনিতে ২ ডাকাত নিহত হয়েছে। ডাকাতদের ধারালো অস্ত্রাঘাতে নারীসহ ৬ জন আহত হয়েছে। বুধবার ভোর রাতে উপজেলার ধামগড় ইউনিয়নের বালিগাও গ্রামে এ ঘটনা ঘটে।
পুলিশ ও এলাকাবাসী সূত্রে জানা যায়, ধামগড় ইউনিয়নের বালিগাও গ্রামে রফিক মুন্সির বাড়িতে ১০-১২ জন ডাকাত ডাকাতি শুরু করে। এ সময় বাড়ির লোকজনের চিৎকারে আশপাশের লোকজন এসে ডাকাতদের ঘিরে ফেলে। এ সময় ডাকাতরা ধারালো অস্ত্র গিয়ে এলোপাতাড়ি কুপাতে থাকে। অন্যান্য ডাকাতরা পালিয়ে গেলেও গ্রামবাসী ২ ডাকাতকে আটক করে গণপিটুনি দেয়। পুলিশ গনপিটুনিতে গুরুতর আহত ২ডাকাতদের উদ্ধার করে রন্দর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স-এ নেওয়ার পর কর্তব্যরত ডাক্তার তাদের মৃত ঘোষনা করে। ডাতাতদের হামলায় আহত হয় বাড়ি মালিক রফিক মুন্সি, উম্মে হাবিবা, জাকির হোসেন, জাহাঙ্গির হোসেন, দিদার হোসেন, নজরুল ইসলাম।
ঘটনার খবর পেয়ে পুলিশ লাশ উদ্ধার করে নারায়ণগঞ্জ জেনারেল হাসহাপাল মর্গে পাঠায়। এ ব্যাপারে আইনি ব্যবস্থা প্রক্রিয়াধীন বলে জানান পুলিশ কর্মকর্তা।