বিজয় বার্তা ২৪ ডট কম
দীর্ঘ ৫৬ মাসের উন্নয়ন-ব্যার্থতার হিসেব কষতে ৪ এলাকার প্রায় কয়েক শতাধিক নতুন ভোটারের সঙ্গে শুভেচ্ছা বিনিময় করলেন নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনের ২১ নং ওয়ার্ড কাউন্সিলর আলহাজ্ব হান্নান সরকার। শুক্রবার দিনশেষে অনাড়ম্বপূর্ণ অনুষ্ঠানের মধ্য দিয়ে হাস্যোজ্জল এ জনপ্রতিনিধি উঠতি তরুন ও যুবকদের সঙ্গে কুশল বিনিময় করেন। দিনের শুরুতেই কাউন্সিলর হান্নান সরকার ওয়ার্ডের সালেহনগর এলাকায় পদচারণা করেন। সেখানে গিয়েই তরুন ও যুবকদের আনন্দ-উল্লাসে মাতিয়ে রাখেন। সালেহনগর এলাকায় শুভেচ্ছা বিনিময়কালে অংশ নেন বাবু সিকদার,মোঃ তাইজুদ্দিন,মোঃ সবুজ,মোঃ হৃদয়,মোাঃ সুমন,মাসুদ রানা রনি,মোঃ আলমগীর হোসেন,মোঃ শাহজালাল,মোঃ রফিক সর্দার প্রমুখ। পরে রূপালী আবাসিক এলাকার একঝাঁক নবাগত ভোটারদের সঙ্গে মিলিত হন। সমাজ সেবক কবির হোসেনের সভাপতিত্বে মিলনমেলায় উপস্থিত ছিলেন মোঃ মেরাজ মোঃ রিয়াদ.মোঃ সাঈদ,মোঃ জজ মিয়া,মোঃ ইমরান,মোঃ রাজিব,মোঃ সোহেল,মোঃ নাসির,সাইফুল ইসলাম,মোঃ শুভ,মোঃ রবিন ও শাওন। এরপর সোনাকান্দা চৌধুরীপাড়া এলাকায় রিয়াদের বাড়ির ছাদের উপরে এক মতবিনিময় সভায় অংশ নেন। ওই অনুষ্ঠানে উঠতি তরুন-যুবক ছাড়াও বিভিন্ন বয়সের নারী-পুরুষরাও অংশ নেয়। এদের মধ্যে কৃষক শ্রমিক জনতালীগ নেতৃবৃন্দের উপস্থিতি অনুষ্ঠানের সৌন্দর্য বৃদ্ধি করে। নারায়ণগঞ্জ জেলা ছাত্র আন্দোলনের সদস্য ইমরান জিসানের প্রাণবন্ত সঞ্চালনায় এতে উপস্থিত ছিলেন কৃষক শ্রমিক জনতালীগ বন্দর থানা শাখা’র আহবায়ক,কেন্দ্রীয় কমিটির সদস্য নাসিরউদ্দিন পিন্টু,স্থানীয়দের মধ্যে অংশ নেন রমিজউদ্দিন মেয়র,মোঃ রিয়াদ,মোঃ শুভ,মোঃ শাকিল,মোঃ শাহ আলম.খোরশেদ আলম মোঃ জসিমউদ্দিন,লাকি আক্তার ও লুৎফা বেগম। পরিশেষে ত্রিবেনী ব্রীজ সংলগ্নবর্তী এনায়েতনগরস্থ ওসমান গণির বাসভবনে এলাকাবাসীর সাথে বিগত ৫৬মাসের কর্মকান্ড নিয়ে আলোচনা করেন। এলাকাবাসীর পক্ষে আলোচনা সভায় ওসমান গণি ছাড়াও অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন

