বিজয় বার্তা ২৪ ডট কম
সবজি ফসলে সমন্বিত বালাই ব্যবস্থাপনা পরিবেশ বান্ধব ও কৃষি নিরাপদ বান্ধব আইপিএম কর্মশালা বুধবার সকাল ১০টায় মুসাপুর ইউনিয়নের ৭নং ওয়ার্ডের শাসনেরবাগ এলাকায় অনুষ্ঠিত হয়। ৫ ঘন্টা ব্যাপী ক্লাসে কৃষকদের কুমড়ার উপর প্রশিক্ষন দেন উপজেলা উপ-সহকারী কৃষি কর্মকতা মোঃ সিরাজুলদ্দিন,হিরালাল দাস,মফিজুল ইসলাম। এ সময় উপস্থিত ছিলেন, শাসনেরবাগ এলাকার সমাজ সেবক রহিম বাদশা,জাতীয় ছাত্র সমাজ নেতা রফিকুল ইসলাম সহ আরো অনেকে।
আইপিএম কৌশলের মাধ্যমে নিরাপদ ফসলের উৎপাদন প্রকল্পের আওতায় কর্মশালায় প্রায় অর্ধশতাধিক নারী ও পুরুষ কৃষক অংশ নেয়। প্রশিক্ষণে জৈবিক ব্যবস্থাপনা,বালাই সহনশীল জাতের চাষ,বালাই নাশকের যুক্তিসঙ্গত ব্যবহার,যান্ত্রিক ব্যবস্থাপনা ও আধুনিক চাষাবাদ পদ্ধতির উপর পরামর্শ দেয়া হয়।