বিজয় বার্তা ২৪ ডট কম
বন্দরে দ্রতগামী কভার্ডভ্যান চাপায় স্বপন চন্দ্র দাস(৩৩)এক ব্যাক্তির মর্মান্তিক মৃত্যু ঘটেছে। রোববার সকাল পৌণে ৯টায় থানার ঢাকা-চট্রগ্রাম মহাসড়কের লাঙ্গলবন্দ বাসষ্ট্যান্ড নামক স্থানে এ দুর্ঘটনাটি ঘটে। নিহত স্বপন চন্দ্র দাস কামতাল এলাকার রমেশ চন্দ্র দাসের ছেলে। সে ঢাকা বাবুবাজারের একটি পার্টসের দোকানের কর্মচারী। রোববার সকাল সাড়ে ৮টায় বাসা থেকে কর্মস্থলের উদ্দেশ্যে বের হয়। পৌণে ৯টার সময় ঢাকা-চট্রগ্রাম মহাসড়কের লাঙ্গলবন্দ বাসষ্ট্যান্ডের আইল্যান্ডের উপর দাড়িয়ে বাসের জন্য অপক্ষো করছিল। এমন সময় চট্রগ্রাম থেকে ছেড়ে আসা ঢাকাগামী(পিরোজপুর ন-১১-০১৫৯ নম্বরের)একটি মালবাহী কভার্ডভ্যান নিয়ন্ত্রণ হারিয়ে আইল্যান্ডের উপরে উঠিয়ে দেয়। এতে ঘটনাস্থলেই স্বপন চন্দ্র প্রাণ হারায়। এ সময় পথচারী ও আশ পাশের লোকজন কভার্ডভ্যান চালককে ধাওয়া করলেও আটক করতে ব্যার্থ হয়। খবর পেয়ে বন্দর থানা পুলিশ ঘটনাস্থল হতে নিহতের মরদেহ উদ্ধার করলেও স্বপনের পরিবারের লোকজনের কোন অভিযোগ না থাকায় স্বপনের মৃতদেহ ধামগড় ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মাসুম আহমেদ হস্তান্তর করেন।
