বিজয় বার্তা ২৪ ডট কম
বন্দরে ওয়ারেন্ট তামিল অভিযান চালিয়ে হত্যা মামলাসহ বিভিন্ন মামলায় ওয়ারেন্টভূক্ত ৪ পলাতক আসামীকে গ্রেপ্তার করেছে পুলিশ। সোমবার রাতে থানার পৃথক স্থানে অভিযান চালিয়ে তাদেরকে গ্রেপ্তার করতে সক্ষম হয়। গ্রেফতারকৃতরা হলো বন্দর থানার পিচ কামতাল এলাকার মৃত আব্দুল আজিজ মিয়ার ছেলে শাহজালাল (৫৮),শাহজালাল মিয়ার ছেলে মোঃ জাহাঙ্গীর (৩৫), মিনারবাড়ী ভদ্রাসন এলাকার সিদ্দিকুর রহমানের ছেলে সিআর ওয়ারেন্টভূক্ত আসামী কবির হোসেন (৩৪), বন্দর রূপালী গেইট এলাকার সালাউদ্দিনের বাড়ীর ভাড়াটিয়া মোজাফ্ফর হোসেন মুজা মিয়ার ছেলে হত্যা মামলার আসামী রাজা ওরফে রেজা (৩৫)। দুপুরে পুলিশ তাদেরকে নারায়ণগ্জ আদালতে প্রেরণ করে।