বিজয় বার্তা ২৪ ডট কম
গত রোববার রাতে বন্দর থানা পুলিশ থানার বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে পৃথক পৃথক মামলার ওয়ারেন্টভুক্ত ৩ আসামীকে গ্রেফতার করেছে। গোপন সংবাদের ভিত্তিতে এদেরকে গ্রেফতার করা হয়। এরা হচ্ছে নবীগঞ্জ রসুলবাগ মনির সেক্রেটারীর বাড়ির ভাড়াটিয়া বিল্লাল পাটোয়ারীর ছেলে সোহেল পাটোয়ারী(১৯),উত্তর লক্ষণখোলা এলাকার মতিন মিয়ার বাড়ি ভাড়াটিয়া মৃত সালাম মিয়ার ছেলে জুয়েল মিয়া(১৮) ও একই এলাকার লুৎফর রহমানের ছেলে স্বপন মিয়া(২১)। ধৃতদের সোমবার দুপুরে নারায়ণগঞ্জ আদালতে প্রেরণ করা হয়।

