নারায়ণগঞ্জ,বিজয় বার্তা ২৪
বন্দরে উচ্ছশৃঙ্খল ভাই-ভাতিজাদের হামলায় ওসমান গণি(৬০) আহত হওয়ার ৪দিন পর হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যুর ঘটনায় ধৃত সোবহান(৪৪) ও হানিফ(৩২)কে রিমান্ডে এনেছে পুলিশ। রোববার রাতে ওসমান গণির উপর হামলার মোটিভ উদ্ধার করতে জিজ্ঞাসাবাদের জন্য পুলিশ তাদেরকে ২দিনের রিমান্ডে আনে। রিমান্ডকৃত সোবহান কামতাল এলঅকার মৃত মোসলেম মিয়ার ছেলে এবং হানিফ চিড়াইপাড়া এলাকার মৃত বাক্কি মিয়ার ছেলে।