বিজয় বার্তা ২৪ ডট কম
বন্দরে সুফিয়া(২৮) নামে ২ সন্তানের জননীকে শ্বাসরোধে হত্যা পর মেহেদি গাছে ঝুলিয়ে রেখে পালিয়েছে পাষন্ড যৌতুকলোভী স্বামী আবুল কালাম। শনিবার সকালে বন্দর ইউনিয়নের ১নং ওয়ার্ডের দক্ষিণ কলাবাগস্থ গোলাপের বাড়িতে এ ঘটনাটি ঘটে। নিহত সুফিয়া সুদূর কুমিল্লা জেলার মুরাদনগর থানাধীন আবদুল করিমের মেয়ে। পুলিশ নিহতের মরদেহ উদ্ধার করে নারায়ণগঞ্জ জেনারেল হাসপাতাল মর্গে প্রেরণ করে। এ ব্যাপারে গৃহবধূর পিতা বাদী হয়ে শনিবার দুপুরে বন্দর থানায় একটি মামলা দায়ের করেন। সুফিয়ার পিতা আবদুল করিম জানান,কুমিল্লা মুরাদনগর থানার গ্রামের শহীদুল্লাহ মিয়ার ছেলে আবুল কালামের সঙ্গে করিম মিয়ার মেয়ে সুফিয়াকে বিগত ৯ বছর পূর্বে সামাজিকভাবে বিয়ে দেয়। বিয়ের ৯ বছরে তাদের সংসারে দু’টি ফুটফুটে সন্তান জন্ম নেয়। ২ সন্তানের জনক হওয়া স্বত্ত্বেও মাদকাসক্ত কালাম লাখ টাকা যৌতুকের টাকার জন্য প্রতিনিয়তই মারপিট করতো এ নিয়ে উভয়ের মধ্যে অসংখ্যবার ঝগড়াও হয়। টাকা দিতে অপরাগতা প্রকাশ করায় শনিবার ভোরে ফাঁকা বাড়িতে একা পেয়ে স্বামী কালাম প্রথম সুফিয়াকে শ্বাসরোধে হত্যা করে পরে বাড়ির উঠানে থাকা মেহেদি গাছের সঙ্গে গেঞ্জির কাপড় দিয়ে বেঁধে গলায় ফাঁস লাগিয়ে ঝুলিয়ে রাখে। গৃহবধূকে হত্যার পর কালাম তার শ্বশুর আবদুল করিমকে মোবাইল ফোনে জানায়,তোমার আসল কাজ সেরে ফেলেছি। তোমার মেয়ের লাশ নিয়ে যাও। এদিকে খবর পেয়ে বন্দর থানা পুলিশ ঘটনাস্থল হতে নিহতের মরদেহ ঝুলন্ত অবস্থায় উদ্ধার করে।
