বিজয় বার্তা ২৪ ডট কম
বন্দরে উপজেলা উন্নয়ন সমন্বয় কমিটির মাসিক সভা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার সকাল ১১টায় বন্দর উপজেলা পরিষদের বিআরডিবি হল রুমে এ সভা অনুষ্ঠিত হয়। বন্দর উপজেলা নির্বাহী অফিসার পিন্টু বেপারী সভাপতিত্বে উপস্থিত ছিলেন বন্দর উপজেলা উন্নয়ন সমন্বয় কমিটির সভাপতি তথা বন্দর উপজেলা পরিষদের চেয়ারম্যান আলহাজ্ব আতাউর রহমান মুকুল,বন্দর থানা আওয়ামীলীগের সভাপতি বীরমুক্তিযোদ্ধা এমএ রশিদ,নারায়নগঞ্জ জেলা জাতীয় পার্টির আহবায়ক আবুল জাহের,বন্দর উপজেলা সহকারী অফিসার(ভুমি) শাহিনা শবনম,বন্দর থানা তদন্ত ওসি হারূন-অর-রশিদ,উপজেলা ভাইস চেয়ারম্যান সাইফুল ইসলাম,মহিলা ভাইস চেয়ারম্যান মাহমুদা আক্তার, পল্লী বিদ্যুতের জোনাল অফিসের ডিজিএম আশরাফুল ইসলাম খান,পরিবার ও পরিকল্পনা অফিসার ডাঃ আব্দুল কাদের, সমাজ সেবা কর্মকর্তা এস.এম মোক্তার হোসেন,উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার ফেরদৌসি আরা বেগম, আনসার ভিডিপি কর্মকর্তা দীন মোহাম্মদ মিয়া, মহিলা বিষয়ক কর্মকর্তা মোর্শেদা মমতাজ, বিশ্ব নবী ইসলামিয়া মাদ্রাসার অধ্যক্ষ মোঃ ইয়াহিয়া, বিএম ইউনিয়ন স্কুল এন্ড কলেজের অধ্যক্ষ মোঃ আব্দুস সাত্তার, প্রকল্প ও বাস্তবায়ন কর্মকর্তা ইব্রাহিম খলিল, কলাগাছিয়া ইউনিয়ন জাতীয় পার্টির সভাপতি মোঃ বাচ্চু মিয়া,কলাগাছিয়া ইউনিয়ন জাতীয় পার্টির সভাপতি মোঃ বাচ্চু মিয়াসহ উপজেলার বিভিন্ন শাখার কর্মকতাবৃন্দ।