নারায়ণগঞ্জ,বিজয় বার্তা ২৪
বন্দরের পশ্চিম হাজীপুরস্থ সাবেক উপজেলা ভাইস চেয়ারম্যান সানাউল্লাহ সানু’র লীজকৃত পুকুর হতে গলাকাটাবস্থায় উদ্ধারকৃত লাশের পরিচয় পাওয়া গেছে। উদ্ধারকৃত মৃতদেহটি নারায়ণগঞ্জ সদর মডেল থানাধীন আমলাপাড়া এলাকার পারভেজ মিয়ার বাড়ির ভাড়াটিয়া আবু বকর মিয়ার ছেলে তরুন গার্মেন্টসকর্মী আয়নাল হক(১৬)এর। তার পিতা আবু বকর জানায়,গত শনিবার বিকেলে সে নিখোঁজ হয়। সোমবার টেলিভিশনের স্ক্রল নিউজ দেখে বন্দর থানায় গিয়ে আয়নালকে শনাক্ত করেন। আয়নাল নিখোঁজের ঘটনায় রোববার বিকেলে নারায়ণগঞ্জ সদর মডেল থানায় একটি সাধারণ ডায়েরী হয়। বন্দর থানার অফিসার ইনচার্জ আবুল কালাম জানান,উদ্ধারকৃত তরুনের যেহেতু নাম পরিচয় মিলেছে সেহেতু মামলার ক্লু উদঘাটনে আশা করি বিলম্ভ হবেনা। যথাশীঘ্রই হতাকান্ডের মূল হোতাদের গ্রেফতার করা হবে। সূত্র মতে,গত সোমবার বিকেল মদনপুর-মদনগঞ্জ সড়কের পশ্চিম হাজীপুরস্থ সাবেক উপজেলা ভাইস চেয়ারম্যানের লীজকৃত পুকুর হতে তরুন গার্মেন্টসকর্মী আয়নালের ভাসমান লাশ উদ্ধার করা হয়। নিহতের বুকে অসংখ্য আঘাতের চিহ্নসহ পেট কাটা ও ভূঁড়ি বের করা ছিল।