বিজয় বার্তা ২৪ ডট কম
বন্দরে ৪’শ৫২ পিছ ইয়াবা ট্যাবলেট ও ২’শ৫০গ্রাম গাঁজাসহ ৪ মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে পুলিশ। মঙ্গলবার রাতে পৃথকস্থানে অভিযান চালিয়ে এদের গ্রেফতার করা হয়। ধৃতরা হচ্ছে থানার দেওয়ানবাগ এলাকার মৃত আব্দুল মান্নান মিয়ার ছেলে এছাহাক(৩৬),শাষনেরবাগ এলাকার মৃত কমুর উদ্দিনের ছেলে মোহাম্মদ হোসেন(৬৫), খোছেরচড় এলাকার লসকর মিয়ার ছেলে ওসমান গনি(৪০) ও কলাবাগ এলাকার মৃত বাকের মিয়ার ছেলে শফিকুল ইসলাম(২২)। পুলিশ জানায়,উল্লেখিত মাদক ব্যবসায়ীরা দীর্ঘদিন ধরেই মাদকের রমরমা ব্যবসা করে আসছিল। গোপন সুত্রে খবর পেয়ে গত মঙ্গলবার রাতে পুলিশ পৃথকভাবে মাদক অভিযান চালায়। এদের মধ্যে মদনপুর বাসষ্ট্যান্ড মাদক ফেরি করে বিক্রিকালে এছহাকের কাছ থেকে ৪’শ পিছ ইয়াবা,দেওয়ানবাগ’স্থ কলাবাগ এলাকা থেকে মোহাম্মদ হোসেনের কাছ থেকে ২’শ৫০ গ্রাম গাঁজা ও খোছেরচর এলাকায় গনির কাছ থেকে ৩১পিছ ইয়াবা ও কলাবাগ এলাকায় শফিকুলের কাছ থেকে ২১পিছ ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়। এ ব্যাপারে বন্দর থানায় মাদক আইনে পৃথক পৃথক মামলা রুজু করা হয়েছে। গ্রেফতারকৃতদের বুধবার দুপুরেই নারায়ণগঞ্জ আদালতে প্রেরন করা হইবে।