বিজয় বার্তা ২৪ ডট কম
বন্দর থানা পুলিশ ২৫ পিছ ইয়াবা ট্যাবলেটসহ ২ মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার করেছে। গত শনিবার রাতে বন্দর থানার কল্যান্দী ও নবীগঞ্জ কদম রসুল দরবার শরিফের সামনে থেকে এদেরকে গ্রেপ্তার করা হয়। এ ব্যাপারে বন্দর থানায় মাদক আইনে পৃথক ২টি মামলা রুজু করেছে পুলিশ। যার মামলা- ৪৯(১১)১৭ ও ৫০(১১)১৭। ধৃতরা হলো বন্দর উপজেলার কল্যান্দী এলাকার মৃত সওদাগর মিয়ার ছেলে ইয়াবা ব্যবসায়ী আবুল কালাম (৩০) ও নবীগঞ্জ কদম রসুল এলাকার নাসির মিয়ার ছেলে অপর মাদক ব্যবসায়ী মানিক ওরফে কালা মানিক (২৬)। পুলিশ জানিয়েছে, অভিযানের সময় মাদক ব্যবসায়ী মানিকের দেহ তল্লাশী করে ১৫ পিছ ইয়াবা ট্যাবলেট ও অপর মাদক ব্যবসায়ী আবুল কালামের কাছ থেকে ১০ পিছ ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়। ধৃতদের বিরুদ্ধে বন্দর থানায় পৃথক ২টি মাদক মামলা রুজু করে রোববার দুপুরে তাদেরকে আদালতে প্রেরণ করা হয়।