বিজয় বার্তা ২৪ ডট কম
নারায়ণগঞ্জের বন্দরের কুখ্যাত ডাকাত ইসলাম ওরফে ডাকু ইসলাম(৩৬)কে গ্রেফতার করেছে পুলিশ। মঙ্গলবার সকালে নিজ বাড়ির সামনে থেকে তাকে গ্রেফকতার করা হয়। তবে অল্পের জন্য পালিয়েছে অপরাপর ডাকাত ইরান(৩৮)। তাদের বিরুদ্ধে চলতি বছরে বন্দর থানায় দায়েরকৃত (১১(১২)১৭ইং নম্বর)মামলা রয়েছে। ধৃত ইসলাম চর ধলেশ্বরী গ্রামের আবদুল মিয়ার ছেলে ধৃতেেক মঙ্গলবার দুপুরেই নারায়ণগঞ্জ আদালতে প্রেরণ করা হয়।