বিজয় বার্তা ২৪ ডট কম
বন্দরের উত্তর লক্ষণখোলা তালতলা এলাকায় একটি অনুমোদনবিহীন জুস কারখানায় অভিযান চালিয়ে বিপুল সংখ্যক জুস , চকলেটসহ বিভিন্ন ব্রান্ডের নকল প্রসাধনী সামগ্রী ধ্বংস করেছে র্যাব-১১।
রবিবার বিকেল থেকে রাত ৮টা পর্যন্ত এ্ই অভিযানের পরে ভ্রাম্যমান আদালত বসিয়ে কারখানার মালিককে দুই লক্ষ টাকা জরিমানা অনাদায়ে ছয় মাসের কারাদন্ড প্রদান করা হয়। কারখানার মালিক শাহেনশাহ (৪০) জরিমানার টাকা দিতে অপারগতা প্রকাশ করায় র্যাব তাকে গ্রেফতার করে নিয়ে যায়।
অভিযানে নেতৃত্ব দেওয়া র্যাব-১১’র এ.এস.পি নাজিমউদ্দিন জানান, দীর্ঘদিন ধরে বন্দরের উত্তর লক্ষণখোলা এলাকায় ট্রেড লাইসেন্স বিহীন ও বিএসটিআইয়ের অনুমোদন ছাড়া মা-মণি ফুড এন্ড কনজুমার প্রোডাক্টস নামক কারখানায় জুসসহ বিভিন্ন নকল সামগ্রী উৎপাদন করে আসছিলেন। শিশুদের জন্য ক্ষতিকারক ওই জুস মূলত রং আর ক্যামিকেল মিশিয়ে তৈরী করা হচ্ছে এমন খবর পেয়ে র্যাবের একটি টিম এ অভিযান চালায়। অভিযানে এর সত্যতা পেয়ে বিপুলসংখ্যক তৈরী জুসসহ প্রায় দশ লক্ষাধিক টাকার মালামাল প্রকাশ্যে ধ্বংস করা হয়। বন্দর উপজেলার নির্বাহী কর্মকর্তা মৌসুমী হাবিবের নেতৃত্বে ভ্রাম্যমান আদালত বসিয়ে মালিককে দুই লক্ষ টাকা জরিমানা অনাদায়ে ছয় মাসের কারাদন্ড প্রদান করা হয়। অবৈধ কারখানার মালিক জরিমানার টাকা দিতে না পারায় র্যাব তাকে গ্রেফতার করে র্যাব ক্যাম্পে নিয়ে যায়।
বন্দর উপজেলা নির্বাহী কর্মকর্তা মৌসুমী হাবীব জানান, তিনি ভ্রাম্যমান আদালত বসিয়ে অবৈধ জুস কারখানা থেকে মামনি সুপার ফ্রুটি ম্যাঙ্গো ডিং, মামনি নাইস অরেঞ্জ ডিং, মামনি নাইস লিছু ডিং, মামনি রেইন পাওয়ার হোয়াইট, মামনি সুপার টেনিস বল, মামনি হজম কেন্ডি, মামনি ম্যাঙ্গো কেন্ডি, মামনি মি. টমারির ক্যান্ডি, মামনি মিল্ক ক্যান্ডি, মামনি টাইগার ক্যান্ডি, মামনি পাওয়ার ক্যান্ডি, মামনি ডাবলি ক্যান্ডি, মামনি কফি ক্যান্ডি, মামনি ঝাল মোড়ানো ক্যান্ডি, মামনি ললিপপ, মামনি পারসোনাল নারিকেল তৈল, বিভিন্ন ওজনের বিপুল পরিমান মাল জব্দ করে তা প্রকাশ্যে ধ্বংস করা হয়। এ সকল সামগ্রী রং ও ক্ষতিকারক ক্যামিকেল থাকায় শিশুদের ক্ষতি সাধন করে।
এলাকাবাসী জানান, দক্ষিণ লক্ষণখোলা এলাকার মৃত আক্তার হোসেন মিলুর ছেলে শাহেনশাহ প্রায় ২ বছর যাবত এ অবৈধ কারখানা স্থাপন করে নকল সামগ্রী তৈরী করে বাজার জাত করে আসছিল। কতিপয় পুলিশ সদস্য তার কার কারখানা থেকে নিয়মিত মাসোয়ারা নিত বলে এলাকার কেউ মুখ খুলতে সাহস পায়নি।