বিজয় বার্তা ২৪ ডট কম
নারায়ণগঞ্জ জেলার তালিকাভুক্ত ও হিটলিষ্টে থাকা শীর্ষ মাদক ব্যবসায়ী ব্ল্যাক জনি(২৭) অবশেষে সহযোগীসহ র্যাবের হাতে আটক হয়েছে। সোমবার বিকেলে বন্দর উপজেলার কলাগাছিয়া ইউনিয়নের সনুচিয়ারবন্দস্থ তার নিজ বাড়িতে র্যাব ১১’র সিপিএসসি ডিএডি/মোঃ রবিউল ইসলাম সংগীয় ফোর্সসহ গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে তাদেরকে আটক করা হয়। এ সময় র্যাব সদস্যরা তাদের কাছ থেকে ১শ’২৫ পিছ ইয়াবা ট্যাবলেট ও মাদক বিক্রির নগদ ৩৫ হাজার ৮শ’ টাকা উদ্ধার করে।
জিজ্ঞাসাবাদ শেষে মঙ্গলবার দুপুরে তাদেরকে বন্দর থানায় মাদক আইনে মামলা শেষে রিমান্ডের আবেদনসহ আদালতে পাঠানো হয়। বন্দর থানার ওসি(তদন্ত) ইন্সপেক্টর হারুনুর রশিদ বলেন,শীর্ষ মাদক ব্যবসায়ী ব্ল্যাক জনির বিরুদ্ধে ৩টি ও নাদিমের নামে ৪টি মাদক মামলা রয়েছে। তাদের সহযোগী মাদক ব্যবসায়ী ও আশ্রয় প্রশ্রয় দাতাদের গ্রেফতারে সর্বাত্মক প্রচেষ্টা অব্যাহত রয়েছে। ব্ল্যাক জনিকে গ্রেফতারের পর এলাকাবাসী স্বস্তি প্রকাশ করে র্যাব’কে ধন্যবাদ জানায়। তবে গ্রেফতার হওয়া মাদক ব্যবসায়ী ব্ল্যাক জনির ক্রসফায়ার না হওয়ায় হতাশা প্রকাশ করে এলাকাবাসী ব্ল্যাক জনির ফাসীর দাবী করে মাদক বিরোধী মিছিল করেছে বলে জানা গেছে। এর আগে সুচিয়ারবন্দ ও আশ পাশের এলাকাবাসী জনির বিরুদ্ধে একটি বিশাল মিছিল বের করে।