বিজয় বার্তা ২৪ ডট কম
বন্দরের ভূয়া পুলিশ আশরাফুল ইসলাম ওরফে রোমান(৩০)কে কোর্টে প্রেরণ করেছে পুলিশ। শুক্রবার দুপুরে নারী ও শিশু নির্যাতন আইনের একটি মামলায় একদিনের রিমান্ড শেষে তাকে আদালতে প্রেরণ করা হয়। ধৃত রোমান সুদূর মুন্সিগঞ্জ ৭২/১ মিরকাদিম এলাকার নুরুল আমিন মুহুরীর ছেলে। পুলিশ সূত্রে জানা যায়,আশরাফুল ওরফে রোমান একজন দুর্ধর্ষ প্রতারক। সে দীর্ঘ দিন ধরে কখনো পুলিশের দারোগা,ডিবি ওসি কখনো বা আবার সিআইডি পুলিশ পরিচয়ে ফতুল্লা-বন্দর ও সোনারগাঁয়ের বিভিন্ন স্থানের নিরীহ লোকজনের সঙ্গে প্রতারণ করে আসছিল। ইতোমধ্যে সে পুলিশ পরিচয়ে প্রায় অর্ধশতাধিক মোটরবাইক আটক করে তা আতœসাৎ করে। সম্প্রতি প্রতারণার অভিযোগে বন্দর থানার চৌকশ উপ-পরিদর্শক আলম সরোয়ার্দ্দী রুবেল সঙ্গীয় ফোর্স নিয়ে তাকে হাতে নাতে আটক করতে সক্ষম হয়।