বিজয় বার্তা ২৪ ডট কম
লীগে দু’দলেরই ৩নং ম্যাচ। আগের দু’ম্যাচেই পরাজয় দেখেছে ঐতিহ্যবাহী রেইনবো এসি। কেসি এ্যাপারেলস আগের দু’ম্যাচে ১জয়,১ পরাজয়। লীগে টিকে থাকার কঠিন সংগ্রামে রেইনবোকে জিততেই হবে এমন সমীকরনে মাঠে নামে তারা। ম্যাচ জিততে পারেনি রেইনবো। হেরেছে ৪২ রানে। সামনে আরও ৫ ম্যাচ। দলের ব্যাটিং ভাল না হলে ভুগতে হবে রেইনবোকে। এটি হোসাইন গ্রুপ বঙ্গবন্ধু প্রিমিয়ার ডিভিশন ক্রিকেট লীগ ২০২০-২১ এর ১০ম ম্যাচ। সামসুজ্জোহা ক্রীড়া কমপ্লেক্সের ক্রিকেট মাঠে সকালে টস জিতে রেইনবোর অধিনায়ক ব্যাট করতে পাঠায় কেসি এ্যাপারেলসকে। ওপেনার জনি তালুকদার ও মিডলঅর্ডারে রিফাত এর দু’অর্ধশত রানের উপর ভর করে ৫০ ওভারে কেসি এ্যাপারেলস ২৪৫ রানে অলআউট হয়ে যায়। জনি ৫৩ বলে ৫ বাউন্ডারি ও ১ ছক্কায় ৫০ এ আউট হন। নির্ভরযোগ্য ব্যাটসম্যান রিফাত ৭৪ বল খেলে ৬ বাউন্ডারি ও ১ ছক্কায় আউট হন ৬১ রানে। অমিত হাসান আউট হন ৩৩ রানে। খেলেছেন ৫৮ বল,চার মেরেছেন ৩টি। বহিরাগত কোটায় খেলা ইলিয়াস সানি ৩ বাউন্ডারিতে ফিরেন ১৯ রানে। রনি ফয়সাল ১বাউন্ডারি ও ১ছক্কায় ১৮ এবং মাযহারুল ইসলাম আদিব করেন ১৪ রান। রেইনবোর বোলার এবং ফিল্ডাররা মিলে আরও ৩৯ রান দিয়েছেন কেসিকে। যেটি ছিল অতিরিক্ত! ২৪৬ রান করতে হবে জেতার জন্য। রেইনবো ২০৩ রানেই থেমে পরাজয় নিয়ে মাঠ ছাড়ে। ৬২ বলে ৫১ রান করে মাঠ ছাড়েন কিপার জাকির। সালমান তাওয়ামা ২৪ রান করেন ৪৬ বলে। আতিকুল হাসিব ১১ বলে ২০ রানে ফিরেন। ধ্রুব করেন ২১ রান ৪৫ বলে। নুর মোহাম্মদ সোহাগ ১৯ রানে আউট হন। রিফাত খান ৩২ রানে ৩টি এবং রনি ফয়সাল ৩০ রানে ২উইকেট পান।