বিজয় বার্তা ২৪ ডট কম
বর্তমান সরকারের সমাজকল্যাণ প্রতিমন্ত্রী নুরুজ্জামান আহমেদ বলেছেন, এই মার্চ মাসেই জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান স্বাধীনতার ঘোষণা দিয়েছিলো । আর বঙ্গবন্ধুর নেতৃত্বে দীর্ঘ নয় মাসের রক্তক্ষয়ী মুক্তিযুদ্ধের পর আমরা একটি স্বাধীন সার্বভৌম রাষ্ট্র বাংলাদেশ পেয়েছি। বঙ্গবন্ধু এদেশের অবহেলিত, নিপীড়িত পিছিয়ে পড়া জনগোষ্ঠীর অধিকার নিশ্চিত করার লক্ষ্যে সংবিধান প্রতিষ্ঠিত করেন । কিন্তু যারা আমাদের সার্বভৌমত্ব স্বাধীন রাষ্ট্র কে মেনে নিতে পারিনি সেই কাপুরুষের দল স্বপরিবারে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান কে হত্যা করে । তারা বঙ্গবন্ধু কে হত্যা মধ্যদিয়ে তার কৃতিত্ব মুছে ফেলতে চেয়েছিল । বুধবার ( ১৪ মার্চ ) বিকেলে ফতুল্লা ইসদাইলস্থ পৌর ওসমানী স্টেডিয়ামে সমাজসেবা অধিদফতরধীন ঢাকা বিভাগীয় প্রতিষ্ঠান সমূহের সাংস্কৃতিক প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে তিনি এসব কথাগুলো বলেন । মন্ত্রী বলেন, দীর্ঘ ২১ বছর পর জাতির জনকের কন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনা তার স্বপ্ন বাস্তবায়নের লক্ষ্যে কাজ করে যাচ্ছেন । বঙ্গবন্ধুর হত্যার পর পিতৃ মাতৃহীন ছেলে মেয়েদের কথা বিগত দিনে কখনো কোন সরকার আসলেও চিন্তা করেনি । প্রধানমন্ত্রী শেখ হাসিনা সরকার ক্ষমতায় এসে পিতৃত্ব মাতৃত্বহীন এই ছেলে মেয়েদের মানুষের মত মানুষ গড়ার সুমহান প্রত্যয় নিয়ে তিনি আগামী দিনের আলোর পথে নিয়ে যাওয়ার সকল উদ্যোগ গ্ৰহন করেন । দেশের অবহেলিত ও নিপীড়িত মানুষের জন্য কাজ করে তিনি আজ বিশ্বের কাছে নারী নেত্রী হিসেবে প্রশংসিত । তাই তোমাদের কে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সোনার বাংলা গড়তে ও প্রধানমন্ত্রী শেখ হাসিনার মিশন ও ভিশন বাস্তবায়ন করতে সবাইকে ঐক্যবদ্ধ হয়ে কাজ করতে হবে ।
ঢাকা বিভাগীয় সমাজসেবা কার্যালয়ের পরিচালক তপন কুমার সাহা’র সভাপতিত্বে ও জেলা সমাজসেবা কার্যালয়ের উপ-পরিচালক হেলাল উদ্দিন ভূঁইয়ার সঞ্চালনায় এ সময় উপস্থিত ছিলেন, অতিরিক্ত জেলা প্রশাসক ( সার্বিক ) মোহাম্মদ আব্দুল হামিদ মিয়া, এএসপি ( ক’সার্কেল ) মোঃ শরফুদ্দীন, সদর উপজেলার নির্বাহী কর্মকর্তা তাজমীন জেবিন বিনতে শেখ, সমাজ কল্যাণ মন্ত্রীর পিএস মোঃ হাবিবুর রহমান, এপিএস মোঃ নাসিম আহমেদ প্রমুখ ।
পরে সমাজসেবা অধিদফতরধীন ঢাকা বিভাগীয় প্রতিষ্ঠান সমূহের সাংস্কৃতিক প্রতিযোগিতাদের মাঝে পুরস্কার বিতরণ করা হয় ।