বিজয় বার্তা ২৪ ডটকম
নারায়ণগঞ্জ জেলা প্রশাসক রাব্বী মিয়া বলেছেন, আগামী ১৬ মার্চ জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মদিন ও ২৬ শেষ মার্চ স্বাধীনতা দিবস নারায়ণগঞ্জে খুব জাকজমক ভাবে উদযাপন করা হবে।
সোমবার দুপুর ১২ টার দিকে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মদিন ও স্বাধীনতা দিবস উদযাপন উপলক্ষ্যে আয়োজিত মত বিনিময় সভায় তিনি সভাপতির বক্তব্যে এসব কথা বলেন ।
তিনি আরো বলেন, জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের শুভ জন্মদিন ও স্বাধীনতা দিবস আমরা নারায়ণগঞ্জের সবাইকে নিয়ে উদযাপন করবো । এইদিন নারায়ণগঞ্জের সকল স্কুল, কলেজ, মাদ্রাসায় চিত্র অংকন প্রতিযোগিতা , বঙ্গবন্ধুকে নিয়ে নির্মিত প্রামাণ্যচিত্র প্রদশনি ও আলোচনা সভা করতে বলেছেন। যাতে করে আগামী প্রজন্মের ছেলে মেয়েরা বঙ্গবন্ধু ও স্বাধীনতার সঠিক ইতিহাস জানতে পারে। তিনি আরো বলেন, যদি কোন স্কুল, কলেজ, মাদ্রাসা প্রতিষ্ঠান বিশেষ দিবসে বন্ধ রাখে তাহলে তাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে।
এ সময় উপস্থিত ছিলেন, নারায়ণগঞ্জ জেলা স্থানীয় সরকার বিভাগের পরিচালক মো. আলী আকবর, জেলা সিভিল সার্জন মো. এহসানুল হক, জেলা অতিরিক্ত পুলিশ সুপার (অপরাধ) মতিয়ার রহমান, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মো. জসিম উদ্দিন হায়দার, জেলা জেল সুপার সুভাষ কুমার ঘোষ, র্যাব-১১ অতিরিক্ত এএসপি শাকিল আহমেদ, জেলা ফায়ার সার্ভিস উপ পরিচালক মামুনুর রশিদ, জেলা পরিষদের প্রধান কর্মকর্তা খালেদ মাহমুদ, সদর উপজেলার নির্বাহী কর্মকর্তা তাজমীন জেবিন বিনতে শেখ, বন্দর উপজেলার নির্বাহী কর্মকর্তা মৌসুমী হাবীব, জেলা প্রাথমিক শিক্ষা অফিসার সৈয়দা মাহফুজা বেগম, জেলা আওয়ামী লীগের সভাপতি বীরমুক্তিযোদ্ধা আব্দুল হাই, বিকেএমইএর সহসভাপতি (অর্থ) জি.এম ফারুক, জেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক তানভীর আহমেদ টিটু, জেলা মহিলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক আঞ্জুমানা আকসির, সহ সম্পাদিকা লোকসানা খবির, জিপি মেরিনা বেগম সহ অনেকেই।