বিজয় বার্তা ২৪ ডট কম
ফতুল্লা থানাধীন বক্তাবলীয় ইউনিয়নে জাতীয় পরিচয় পত্র স্মার্টকার্ড বিতরণ শুরু হয়েছে। গতকাল রবিবার সকাল ৯টায় স্মার্টকার্ড বিতরণ কার্যক্রমের উদ্বোধন করেন স্থানীয় ইউপি চেয়ারম্যান এবং ফতুল্লা থানা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক শওকত আলী। এসময় তার সাথে উপস্থিত ছিলেন স্মার্ট কার্ড বিতরণের দায়িত্বপ্রাপ্ত ইনচার্জ সোহেল আহমেদ হৃদয়, ৬নং ওয়ার্ড মেম্বার মোঃ রাসেলসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ প্রমুখ।
এক সংক্ষিপ্ত বক্তব্যে চেয়ারম্যান শওকত আলী বলেন, জননেত্রী শেখ হাসিনার প্রতিশ্রুতি অনুযায়ী সারা দেশের ন্যায় বক্তাবলী ইউনিয়নের ভোটারদের মাঝে স্মার্টকার্ড বিতরণ করা হচ্ছে। এটি ডিজিটাল বাংলাদেশ গড়ার একটি গুরুত্বপূর্ণ অংশ।
ইউনিয়নের প্রায় ৩০ হাজার ভোটারের মাঝে এই স্মার্টকার্ড বিতরণ করা হবে।