বিজয় বার্তা ২৪ ডট কম
নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জের আদমজী ইপিজেড এলাকায় বকেয়া বেতন পরিশোধের দাবীতে কুংতন এ্যাপারেলস লিমিটেড (ফ্যাশন সিটি) নামক একটি রপ্তানীমূখী গার্মেন্টসের শ্রমিকরা সড়ক অবরোধ করে বিক্ষোভ করেছে। এসময় পুলিশ শ্রমিকদের সড়ক থেকে সড়িয়ে নিতে চাইলে ধাওয়া পাল্টা ধাওয়ার ঘটনা ঘটে। এসময় ২০ জন শ্রমিক আহত হয়।
শনিবার সকাল থেকে ওই প্রতিষ্ঠানের শ্রমিকরা বিক্ষোভ করে পরে দুপুরে ঢাকা নারায়ণগঞ্জ শিমরাইল সড়ক অবরোধ করলে সড়কে যানযট সৃষ্টি হয়। পরে পুলিশ মালিক পক্ষের লোকজন এনে শ্রমিকদের সড়ক থেকে সড়িয়ে নেয়।
শ্রমিকদের অভিযোগ বলেন, কুংতন এ্যাপারেলস লিমিটেড (ফ্যাশন সিটি) চার মাসের বকেয়া বেতন পরিশোধ করেনি। এতে শ্রমিকরা সংসার চলাতে পারছে না। তাই বকেয়া বেতনের দাবিতে তারা বিক্ষোভ ও সড়ক অবরোধ করেছে। পুলিশ তাদের ধাওয়া দিলে ধাওয়া পাল্টা ধাওয়ার ঘটনা ঘটে।
নারায়ণগঞ্জের অতিরিক্ত পুলিশ সুপার মেহেদী ইমরান সিদ্দিকী জানান, শ্রমিকদের বকেয়া বেতনের টাকার দাবিতে ঢাকা নারায়ণগঞ্জ শিমরাইল সড়ক অবরোধ করলে পুলিশ শ্রমিকদের ছত্রভঙ্গ করে দেয়। পুলিশ মালিক পক্ষের লোকজন সাথে কথা শ্রমিকদের বেতনের দেয়ার জন্য অনুরোধ জানিয়েছে। এবং শ্রমিকদের আদমজী ইপিজেড সড়ক থেকে সরিয়ে নেয়া হয়েছে।