বিজয় বার্তা ২৪ ডট কম
শহরের হৃদম প্লাজা নিবাসী মোস্তফা ইউসুফ লিটন(লিটু) ৫ নভেম্বর বৃহস্পতিবার ২০২০ দুপুর দুইটায় ব্রেনষ্টোক জনিত রোগে ঢাকার একটি হাসপাতালে ইন্তেকাল করেছেন(ইন্নাইলাহি ওয়াইন্নাইলাহি রাজেউন)। মরহুমের বয়স ছিল ৫২ বছর।মৃত্যুকালে তিনি স্ত্রী, এক কণ্যা সন্তানসহ অসংখ্য গুনগ্রাহী রেখে গেছেন।বাদ এশা দেওভোগ শুক্কুরকারী জামে মসজিদে মরহুমের জানাজার নামাজ শেষে মাসদাইরস্থ নাসিক গোরস্থানে মৃতদেহ দাফন করা হয়। নারায়নগঞ্জ হাই স্কুলের ৮৪’ব্যাচের মোস্তফা ইউসুফ লিটুর মৃত্যুতে গভীর শোক প্রকাশ এবং শোকসন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জ্ঞাপন করেছে হাই স্কুলের ৮৪’ ব্যাচের সংগঠন ফ্রেডস’৮৪ ‘র বর্তমান সভাপতি আহসানুল হক কাদের,সাধারন সম্পাদক সাখাওয়াত হোসেন সেলিম,,উপদেষ্টা মোয়াজ্জজেম হোসেন মিন্টু,শরীফ হোসেন,চেয়ারম্যান মনিরুল আলম সেন্টু, সাংবাদিক ফারুক রিপন, আহসান আদেন,হাবিবুল বাহার হাবিব,ফেরদৌস,আমেরিকা প্রবাসী কামাল হক,আবুল কাশেম,লুৎফর রহমান,ওয়াহিদুল ইসলাম,উত্তম সাহা,রকিবুল ইসলাম,জিল্লুর রহমান,মাহফুজুর রহমান,বিনয় রায়,দিপুসহ প্রমুখ।