বিজয় বার্তা ২৪ ডট কম
শুক্রবার বিকাল সাড়ে তিনটায় ঐতিহাসিক আলীগঞ্জ ক্লাবের উদ্যোগে প্রতিবাদ ফুটবল টুনামেন্টের ফাইনাল খেলা ও পুরস্কার বিতরণ এবং সংবর্ধনা অনুষ্ঠানে মাঠ রক্ষার টানে যেন সর্বস্তরের মানুষের ঢল নেমেছিল। কানায় কানায় পরিপূর্ন ছিল সমস্ত মাঠ।
আলীগঞ্জ ক্লাবের সভাপতি শ্রমিকনেতা আলহাজ্ব কাউছার আহমেদ পলাশ এর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, বাংলাদেশ ফুটবল ফেডারেশন এর সভাপতি কাজী সালাউদ্দিন, বিশেষ অতিথি হিসেবে ছিলেন, বাংলাদেশ ফুটবল ফেডারেশন এর সাধারণ সম্পাদক আবু নাঈম সোহাগ, টেকনিক্যাল ডিরেক্টর পল ইস্মাইল, বাংলাদেশ ক্রীড়া সংস্থার (ঢাকা বিভাগীয়) সাধারণ সম্পাদক কুতুবউদ্দিন আকসির, প্রতিবাদ ফুটবল টূর্ণামেন্টের সচিব হাজী মো. হান্নানসহ আলীগঞ্জের সর্বস্তরের জনগন।
আলীগঞ্জ ক্লাবের সভাপতি শ্রমিকনেতা আলহাজ্ব কাউছার আহমেদ পলাশ বলেছেন, আলীগঞ্জ মাঠ রক্ষার শপথ নিয়ে প্রতিবাদ ফুটবল টূর্ণামেন্টটি নারায়ণগঞ্জের সর্বস্তরের জনগনকে নিয়ে আয়োজন করা হয়েছে। এই টূর্ণামেন্টের ফাইনাল খেলায় সর্বস্তরের জনগন ও বাফুফে এর সভাপতির অংশগ্রহনে মাঠ রক্ষার প্রতিবাদটি পূর্নতা লাভ করেছে। আজ থেকে আমরা মাঠ রক্ষায় আরো আন্দোলন সংগ্রাম চালিয়ে যাবো।
তিনি আরো বলেন, বিগত সময়ে আমরা আলীগঞ্জ মাঠ রক্ষায় মানবন্ধন ও বিভিন্ন আন্দোলন কর্মসূচি করেছি এবং সেই সাথে খেলাধূলার আয়োজনও করেছি। বিভিন্ন দেশের খেলোয়ারগন এই মাঠে খেলে গেছেন। একটি কুচক্রিমহল এই মাঠটিতে সরকারের কর্মকর্তাদের বাসস্থানের জন্য বহুলতল ভবন নির্মাণ করতে সরকারকে ভুল বঝাচ্ছে। মাঠটিতে বহুতল ভবন নির্মাণের জন্য একনেকে পাশ করানো হয়েছে। যার জন্য আমরা মহামান্য হাইকোর্টের কাছে রিট দায়ের করেছি। বর্তমানে আদালত বহুতল ভবন নির্মাণের আদেশ স্থগিত করেছে।
তিনি আরো বলেন, আমাদের যুব সমাজকে খেলাধূলায় মনোনিবেশ করার জন্য আমরা এই মাঠ রক্ষায় প্রতিবাদ করে চলেছি। যাতে করে যুব সমাজ মাদক থেকে দূরে থেকে খেলাধূলায় মনযোগী হয়। নারায়ণগঞ্জ থেকে এক সময় বড় বড় খেলোয়ার তৈরি হয়েছে। তারা জাতীয় দলে খেলে দেশের নাম উজ্জল করেছে। আজ নারায়ণগঞ্জে পর্যাপ্ত মাঠের অভাবে খেলাধূলা না করতে পেরে মাদক ও জঙ্গীবাদের মত অপরাধমূলক কর্মকান্ডে জড়িয়ে পড়ছে তারা। তাই সরকারের কাছে আমাদের আকুল আবেদন তিনি যেন যবু সমাজের কথা চিন্তা করে এই মাঠটির পূর্নাঙ্গ রূপ দেন।
এসময় শ্রমিকনেতা পলাশ আলীগঞ্জ মাঠ রক্ষায় বাংলাদেশ ফুটবল ফেডারেশন এর সভাপতি কাজী সালাউদ্দিনের কাছে সহযোগীতার কামনা করলে তিনি এই মাঠ রক্ষায় সহযোগীতা করার আশ্বাস প্রদান করেন।
প্রতিবাদ ফুটবল টূর্ণামেন্টের ফাইনাল খেলায় নয়ামাটি স্পোটিং ক্লাব ২-১ গোলে পরাজিত করে আলীগঞ্জ ক্লাবকে।
খেলা শেষে রানার্স আপ দলকে পচাত্তর হাজার টাকার ও চ্যাম্পিয়ান দলকে এক লাখ পঁচিশ হাজার টাকার পুরস্কার প্রদান করা হয়।
এসময় আলীগঞ্জ ক্লাবের পক্ষ থেকে বাংলাদেশ ফুটবল ফেডারেশন এর সভাপতি কাজী সালাউদ্দিন ও টেকনিক্যাল ডিরেক্টর পল ইস্মাইল ও বাংলাদেশ ক্রীড়া সংস্থার ঢাকা বিভাগীয় সাধারণ সম্পাদক কুতুবউদ্দিন আকছিরকে সম্মাননা ক্রেষ্ট প্রদান করা হয়।