বিজয় বার্তা ২৪ ডট কম
ফতুল্লা মডেল থানা পুলিশ গত ৯ এপ্রিল রাতে ৪ জুয়ারীকে ভোলাইল শান্তিনগর মাঠস্থ এলাকা থেকে গ্রেপ্তার করেছে।
এলাকা সূত্রে জানাযায়, ফতুল্লার ভোলাইল শান্তিনগর এলাকায় পরিত্যাক্ত এক মাঠে নিয়মিত একশ্রেনির শ্রমিক জুয়া খেলে। এরা কেহ রিক্সা চালক কেহ আবার ভ্যান চালক কেহ আবার এলাকার বখাছে ছিচকে মাস্তান। এলকার মুরুব্বীরা নিষেধ করলেও তারা রাতে মোবাইলের আলোতে জুয়া খেলে। গত ৯ এপ্রিল রাতে ফতুল্লা মডেল থানার এস,আই দিদারুল আলম খান গোপন সংবাদের ভিত্তিতে ভোলাইল শান্তি নগর মাঠে জুয়ার আসরে অভিযান চালায়। এ অভিযানে ৬ জুয়ারীর ৪ জনকে গ্রেপ্তার করথে সক্ষম হয়। গ্রেপ্তারকৃতরা হলো, খাশীপুর এলাকারসাদেক মিয়ার ছেলে আজিজুল হক (৪০),ভোলাইল এলাকার মৃত সালা উদ্দিনের ছেলে আলমগীর হোসেন (৪৫),আ.রশিদের ছেলে আনোয়ার হোসেন (৫৫)।
এব্যাপারে এস,আই দিদারুল আলম খান জানান, এরা গরীব এবং পেশাদার জুয়ারী নয়। তাস দিয়ে জুয়া বাজি খেলে। তাদেরকে উত্তম মাধ্যম দিয়ে পরিবারের কাছে মুসলেকা দিয়ে ছেড়ে দেয়া হবে।