বিজয় বার্তা ২৪ ডট কম
ফতুল্লা মডেল থানা পুলিশ মাদকের অভিযান চালিয়ে ১ কেজি গাঁজা ও ১শ‘১০ পিস ইয়াবা ট্যাবলেট ও ৫০ পুরিয়া হেরোইনসহ পেশাদার দুই মাদক বিক্রেতাকে গ্রেপ্তার করেছে।
ফতুল্লা মডেল থানার ডিউটি অফিসার এস আই ফজলুলহক জানান, গত বৃহস্পতিবার রাতে ফতুল্লা মডেল থানার এস আই শাফীউল আলম এএসআই আ.গাপ্ফার তালুকদার কাশীপুর দেওয়ান বাড়ি এলাকায় মাদকের অভিযান চালায়। এ অভিযানে ১ কেজি গাঁজাসহ দেলোয়ার হোসেন দেলু (৪৭) কে গ্রেপ্তার করেছে। সে ঐ এলাকার মৃত জুলাস মিয়ার ছেলে ।
অপরদিকে, এসআই কাজী এনামুল হক ও এ.এস.আই তারেক আজিজ গত ২৬ অক্টোবর রাতে ১১০ পিস ইয়াবা ট্যাবলেট ও ৫০ পুরিয়া হেরোইনসহ দাপাইদ্রাকপুর এলাকা হতে মোল্লা রাসেল (৪০) কে গ্রেপ্তার করেছে। সে ঐ এলাকার মৃত আমজাদ মোল্লার ছেলে। গ্রেপ্তাকৃতদের বিরুদ্ধে ফতুল্লা মডেল থান্য়া পুলিশ বাদী হয়ে মাদক নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করেছে।