বিজয় বার্তা ২৪ ডট কম
ফতুল্লা মডেল থানা পুলিশ ও জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর পৃথক অভিযান চালিয়ে ৭৬ পিস ইয়াবা ট্যাবলেটসহ ২ মাদক বিক্রেতাকে গ্রেপ্তার করেছে।
পুলিশ সূত্রে জানাযায়, ফতুল্লার মডেল থানার পুলিশ সাইন বোর্ড চেকপোষ্টে গত ১৫ এপ্রিল রাতে ২১ পিস ইয়াবা ট্যাবলেটসহ ফয়সাল রহমান (২৫) কে গ্রেপ্তার করেছে। সে মাসদাইর এলাকার মৃত হাজী মজিবুর রহমানের ছেলে।
অপরদিকে, ফতুল্লার দাপাইদ্রাকপুর এলাকায় গতকাল ১৬ এপ্রিল দুপুর ১টায় ৫৫ পিস ইয়াবা ট্যাবলেটসহ মানিক (২৮) কে গ্রেপ্তার করেছে। সে ঐ এলাকার আ.রশিদের ছেলে।
এব্যাপারে ফতুল্লা মডেল থানায় পুলিশ বাদী হয়ে মামলা দায়ের করেছে।