বিজয় বার্তা ২৪ ডট কম
নারায়ণগঞ্জের ফতুল্লার নবীনগরে গত শুক্রবার ৬ বছরের শিশু ধর্ষণের শিকার হয়েছে বলে অভিযোগ উঠেছে। শিশুটি বর্তমানে ফতুল্লা মডেল থানায় পুলিশের হেফাজতে রয়েছে। এ ব্যাপারে ফতুল্লা মডেল থানায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে। শিশুটির পরিবার সূত্রে জানাগেছে, গত শুক্রবার(২৪ ফেব্রুয়ারী) সন্ধ্যায় নবীনগর এলাকার একটি বিয়ে বাড়ি থেকে চকলেট খাওয়ার প্রলোভন দেখিয়ে শিশুটিকে পার্শ্ববর্তী বাড়ির অনিক (১৮) নামের এক যুবক মেয়েটিকে তার বাড়িতে নিয়ে যায়। এসময় শিশুটির পরিবার শিশুটিকে অনেক জায়গায় খোঁজাখুঁজি করে। নিখোঁজ হওয়ার ৩/৪ ঘন্টা পর অনিকের বাবা ওই দিন রাত প্রায় ১০ টার দিকে মেয়েটিকে বিয়ে বাড়িতে ফিরিয়ে দিয়ে যায়। গত সোমবার (২৭ ফেব্রুয়ারি) শিশুটির মা প্রথমে বুঝতে পারেন যে, তার শিশু কন্যাটি ধর্ষণের শিকার হয়েছে।
এ বিষয়টি তিনি এলাকার গণমান্য ব্যাক্তিবর্গকে জানান। বিষয়টি জানানোর পর এলাকার গণমান্য ব্যাক্তিবর্গরা আইনের আশ্রয় নিতে পরামর্শ দেন। এরপর শিশুটির পরিবারের পক্ষ হতে বিষয়টি সোমবার (২৮ ফেব্রুয়ারী) সকালে ফতুল্লা মডেল থানা পুলিশকে অবগত করা হয়। পরে শিশুটিকে ডাক্তারি পরীক্ষা করানোর জন্য পুলিশ হেফাজতে নিয়ে আসে। এ ব্যাপারে থানায় মামলা দায়েরেনর প্রস্তুতি চলছিল বলে জানা গেছে। এব্যাপারে এসআই সাঈদ ফতুল্লা রিপোর্টার্স ইউনিটির সাংবাদিকদের জানান, সোমবার রাতে ঘটনা তদন্তে গিয়েছিলাম। শিশুটির পরিবারের দাবি, শিশুটি ধর্ষণের শিকার হয়েছে। শিশুটির ডাক্তারি পরীক্ষা করানোর ব্যবস্থা করা হচ্ছে। ঘটনার সত্যতা পেলে অপরাধীর বিরুদ্ধে থানায় মামলা নেওয়া হবে।