বিজয় বার্তা ২৪ ডট কম
ফতুল্লা মডেল থানা পুলিশ ও জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের অভিযানে গত ২৪ ঘন্টায় ৪৩০ পিস ইয়াবা ট্যাবলেট ও ১ কেজি গাঁজাসহ ৪মাদক বিক্রেতাকে গ্রেপ্তার করেছে।
ফতুল্লা মডেল থানার ডিউটি অফিসার এস,আই রোকসানা আক্তার জানান, এস,আই কাজী এনামুল হক ও তার সংগীয় ফোর্স নিয়ে গত বুধবার রাতে শিবু মার্কেট দরগাহ বাড়ি এলাকা থেকে ১১০ পিস ইয়াবা ট্যাবলেটসহ সাগর হোসেন (২৮) কে গ্রেপ্তার করেছে। সে ঐ ঐলাকার আমির হোসেনের ছেলে। বৃহস্পতিবার সকালে এনায়েত নগর ধর্মগঞ্জ ঢালীপাড়া এলাকা থেকে ২১০ পিস ইয়াবা ট্যাবলেটসহ রকি ওরফে রাকিব (২৬) কে গ্রেপ্তার করেছে। সে ধর্মগঞ্জ এলাকার মানিক মিয়ার ছেলে।
অপরদিকে, জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের ইন্সপেক্টর তমিজ উদ্দিন মুধা গত বুধবার তল্লা সবুজবাগ এলাকা থেকে ১১০ পিস ইয়াবা ট্যাবলেটসহ সোহেল (৩০) কে গ্রেপ্তার করেছে। সে বক্তাবলী এলাকার কানুমিয়ার ছেলে।
এস,আই,আ.সালাম গত বুধবার পশ্চিম তল্লা এলাকা থেকে ১ কেজি গাঁজাসহ ফারুক (৩৮) কে গ্রেপ্তার করেছে। সে ঐ এলাকার মৃত আব্দুল হকের ছেলে।
এ ব্যাপারে ফতুল্লা মডেল থানায় পুলিশ বাদী হয়ে মাদক নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করেছে।