বিজয় বার্তা ২৪ ডট কম
নারায়ণগঞ্জে পুলিশের পোশাক পরে ছিনতাইকালে শাহিন নামে এক যুবককে আটক করেছে পুলিশ।
শনিবার দুপুরে উপজেলার ঢাকা-নারায়ণগঞ্জ লিংক রোড থেকে তাকে আটক করা হয়েছে। এ সময় তার থেকে তিনটি পিস্তল ও দুটি ওয়াকিটকি উদ্ধার করা হয়।
ফতুল্লা মডেল থানার ওসি জানান, দুপুরে নারায়ণগঞ্জ-ঢাকা লিংক রোডে পুলিশের পোশাক পড়ে একটি প্রাইভেটকার থামিয়ে ছিনতাইয়ের চেষ্টা করেন শাহিন। এ সময় এলাকাবাসী বিষয়টি টের পাওয়ায় তাকে গণপিটুনি দেন। পরে পুলিশ খবর পেয়ে ওই যুবককে উদ্ধার করে নারায়ণগঞ্জ হাসপাতালে পাঠায়।
তিনি আরো জানান, ঘটনার সময় শাহিনের সঙ্গে পুলিশের পোশাক পড়ে আরো তিনজন ছিলেন। তারা পালিয়ে গেছেন। পালিয়ে যাওয়া ব্যক্তিদের ব্যাপারে খোঁজ-খবর নেয়া হচ্ছে।