বিজয় বার্তা ২৪ ডট কম
ফতুল্লা মডেল থানা পুলিশ গত ২৪ ঘন্টায় মাদকের বিশেষ অভিযান চালিয়ে ৩২১ পিস ইয়াবা ট্যাবলেটসহ ৬ মাদক বিক্রেতাকে গ্রেপ্তার করেছে।
ফতুল্লা মডেল থানার ডিউটি অফিসার এস.আই নাজিউর রহমান জানান, এস,আই কাজী এনামুলহক ও এ.এস.আই তারেক আজিজ গত ৪ ডিসেম্বর রাতে ফতুল্লার এনায়েত নগর এলাকা হতে ১২৫ পিস ইয়াবা ট্যাবলেটসহ তিন মহিলা মাদক বিক্রেতাকে গ্রেপ্তার করেছে। গ্রেপ্তারকৃতরা হলো, ফতুল্লার এনায়েত নগর এলাকার হাবিবুর রহমানের স্ত্রী মিনারা বেগম ওরফে শাহনাজ (৫০),শাহী মহল্লার আ. রহমানের স্ত্রী কিরন বেগম (৪৫) এবং আ. মজিদের স্ত্রী আয়শা বেগম (৬০)।
এস, আই শাফিউল আলম ও তার সংগীয় ফোর্স গত সোমবার রাতে মাসদাইর ঈদগাহ এলাকা হতে ১৫০ পিস ইয়াবা ট্যাবলেটসহ সাদ্দাম হোসেন (২৫) কে গ্রেপ্তার করেছে। সে ঐ এলাকার মো.জিন্নাত আলীর ছেলে।
এস.আই অটল দাস গত সোমবার আলীগঞ্জ এলাকা হতে ৫০ পুরিয়া হেরোইনসহ শাহীন (৩৭) কে গ্রেপ্তার করেছে। সে পূর্ব আলীগঞ্জ এলাকার মো.শাহাব উদ্দিনের ছেলে ।একই দিনে রাসেল (৩০ )কে ১৬ পিস ইয়াবা ট্যাবলেটসহ গ্রেপ্তার করেছে পুলিশ । সে দক্ষিন কেরানীগঞ্জ ঐরাকার মৃত আ. রশিদের ছেলে।
এ.এস.আই মোর্শেদ আলম গত সোমবার ৩০পিস ইয়াবা ট্যাবলেটসহ রাজিব (২৮) কে গ্রেপ্তার করেছে। সে পাগলা নয়ামাটি এলাকার নওয়াব হোসেনের ছেলে।