বিজয় বার্তা ২৪ ডট কম
ফতুল্লা মডেল থানা পুলিশ গত ২৪ ঘন্টায় মাদক বিরোধী বিশেষ অভিযান চালিয়ে ৩শ‘পিস ইয়াবা ট্যাবলেট ও ১৪০ পুরিয়া হেরোইনসহ পেশাদার দুই মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার করেছে।
ফতুল্লা মডেল থানার ইন্সপেক্টর (অপারেশন ) মজিবুর রহমান জানান, এস,আই কাজী এনামুল হক ও এ,এস,আই তারেক আজিজ গত ২৩ ডিসেম্বর রাতে গোপন সংবাদের ভিত্তিকে মাদকের অভিযান চালিয়ে ৩০০ পিস ইয়াবা ট্যাবলেটসহ জাকির হোসেন (৩২)কে গ্রেপ্তার করেছে। সে ঢাকা জেলার পশ্চিম জুরাইন এলাকার আ. খালেকের ছেলে।
অপরদিকে, এস,আই, শাফিউল আলম ও এ,এস,আই তাজুল ইসলাম গত ২৪ ডিসেম্বর রাতে আলীগঞ্জ এলাকা থেকে ১৪০ পুরিয়া হেরোইনসহ সাগর (৩২) কে গ্রেপ্তার করেছে। সে ফতুল্লার লালপুর এলাকার হাজীর বাড়ির ভাড়াটিয়া মৃত জামাল মিয়ার ছেলে।
এব্যাপারে পুলিশ বাদী হয়ে ফতুল্লা মডেল থানায় মাদক নিয়ন্ত্রণ আইনে গ্রেপ্তারকৃতদের বিরুদ্ধে মামলা দায়ের করেছে।