বিজয় বার্তা ২৪ ডট কম
ফতুল্লা মডেল থানা ও জেলা ডিবি পুলিশ মাদক বিরোধী অভিযান চালিয়ে গত ৯ এপ্রিল রাতে ১২৬ পিস ইয়াবা ট্যাবলেট ৩ মাদক বিক্রেতাকে গ্রেপ্তার করেছে।
পুলিশ সূত্রে জানাযায়, ফতুল্লা মডেল থানা পুলিশ এ,এস,আই রোমান খাকী গত ৯ এপ্রিল রাতে কায়েমপুর এলাকা থেকে মাদক সেবী সোহেল (২৮) কে ২৫ পিস ইয়াবা ট্যাবলেটসহ গ্রেপ্তার করেছে। এসময় তার সহযোগী আরেক সেবনকারী পালিয়ে যায় বলে এলাকাবাসী জানান।
অপরদিকে, নারায়ণগঞ্জ জেলা গোয়েন্দা (ডিবি) পুলিশ এস,আই রবি চরন চৌহান গত ৯ এপ্রিল রাতে কাশিপুর এলাকা থেকে আ. খালেকের ছেলে শাহ জালাল (৩২) কে গ্রেপ্তার করেছে। তার কাছ থেকে ৫৫ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করেছে। এস,আই প্রকাশ চন্দ্র সরকার গত ৯ এপ্রিল রাতে মাসদাইর গাবতলী থেকে মাদকের অভিযান চালিয়ে মৃত নুরুল ইসলামের ছেলে আতিক আল হাসান কে গ্রেপ্তার করেছে।
এব্যপারে ফতুল্লা মডেল থানায় পুলিশ বাদী হয়ে গ্রেপ্তারকৃতদের বিরুদ্ধে মাদক নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করেছে।