বিজয় বার্তা ২৪ ডট কম
টাকা আত্মসাতের মামলায় দুই বছরের সাজাপ্রাপ্ত পলাতক আসামি লিটনকে গ্রেফতার করেছে পুলিশ। শনিবার দুপুরে সাইনবোর্ড এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়।
সাজাপ্রাপ্ত লিটন ফতুল্লা থানার ভুইঘরের মৃত মোহাম্মদ আলীর ছেলে। তিনি রুপা ফ্যাশন নামক একটি প্রতিষ্ঠানের পরিচালক।
ফতুল্লা মডেল থানার ওসি(তদন্ত) শফিকুল ইসলাম জানান, সম্প্রতি একটি প্রতারণা মামলায় লিটনকে দুই বছরের সাজা প্রদান করে নারায়ণগঞ্জের একটি আদালত। এ কারণে শনিবার দুপুরে তাকে সাইনবোর্ড এলাকা গ্রেফতার করা হয়। পরে তাকে জেলহাজতে পাঠানো হয়েছে।