বিজয় বার্তা ২৪ ডট কম
চকলেটের প্রলোভন দিয়ে ছয় বছরের শিশুকে ধর্ষনের অভিযোগে মোতালেব নামে এক বৃদ্ধকে গ্রেফতার করেছে ফতুল্লা মডেল থানা পুলিশ।
বৃহষ্পতিবার দিবাগত রাতে নারায়ণগঞ্জের ফতুল্লার দাপা ইদ্রাকপুর এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়।
গ্রেফতারকৃত আব্দুল মোতালেব (৬০) নারায়ণগঞ্জের ফতুল্লার মৃত আব্দুল বারেক মিয়ার ছেলে।
পুলিশ জানায়, গত বুধবার বেলা সোয়া ১২ টায় ফতুল্লার স্থানীয় ওরিয়েন গ্রুপের বালুর মাঠে খেলা করছিল ছয় বছরের ওই শিশুটি। এমন সময় চকলেটের প্রলোভন দিয়ে ফুসলিয়ে নিজের বাসায় নিয়ে গিয়ে ধর্ষন করে মোতালেব নামে ওই বৃদ্ধ। ওইসময় শিশুটির ডাক চিৎকারে আশেপাশের লোকজন চলে আসলে বৃদ্ধটি ঘটনাস্থল থেকে পালিয়ে যায়। পরে ঘটনা জানতে পেরে শিশুটিকে উদ্ধার করে তার পরিবার ফতুল্লা মডেল থানায় বুধবার রাতে একটি মামলা দায়ের করেন।
বিষয়টি নিশ্চিত করে ফতুল্লা মডেল থানার এসআই মো. সালেক জানান, , ছয় বছরের এক শিশুকে ধর্ষনের অভিযোগে মোতালেব নামে একজনকে গ্রেফতার করা হয়েছে। অভিযুক্ত গ্রেফতারকৃত মোতালেবকে আজ দুপুরে আদালতে প্ররণ করা হয়েছে।