বিজয় বার্তা ২৪ ডট কম
নারায়ণগঞ্জের ফতুল্লায় রপ্তানিমুখী একটি শিল্পপ্রতিষ্ঠানের শওমিকরা বকেয়া বেতনের দাবিতে বিক্ষোভ করেছে। গতকাল বৃহস্পতিবার বিকেল ৩টায় ফতুল্লার শিল্পনগরী এলাকা বিসিক ২নং গলিতে অবস্থিত প্রিসাইজ ফ্যাশন নামক শিল্পপ্রতিষ্ঠানের সামনে এ বিক্ষোভ প্রদর্শন করা হয়। পরে কেন্দ্রীয় শ্রম কল্যান ও উন্নয়ন বিষয়ক সম্পাদক আলহাজ্ব কাউছার আহাম্মেদ
জানা যায়, ফতুল্লার শাসনগাঁও বিসিক শিল্প নগরী এলাকায় অবস্থিত প্রিসাইজ ফ্যাশন ওয়্যারের শ্রমিবদের গত দুই মাস যাবত ধরে কোন বেতন ভাতা প্রদান করছেন না মালিক কতৃপক্ষ। উল্টো প্রতিষ্ঠানের মালিক পক্ষ বেতন ভাতা পরিশোধ না করে প্রতিষ্ঠান বন্ধ করার পায়তারা করে আসছিল। বিষয়টি শ্রমিকরা জানতে পারায় বকেয়া বেতনের দাবিতে বিক্ষোভ করতে থাকে। সংবাদে কেন্দ্রীয় শ্রমিকলীগ নেতা আলহাজ্ব কাউছার আহম্মেদ পলাশের নির্দেশে ইউনাইটেড ফেডারেশন গার্মেন্ট ওয়ার্কার এর নারায়ণগঞ্জ জেলার কার্যকরী সভাপতি রফিকুল ইসলাম রাহাত তাৎক্ষনিক ঘটনাস্থলে উপস্থিত হয়ে পরিস্থিতি শান্ত করেন এবং আগামি সোমবার শ্রমিকদের সকল পাওনা পরিশোধ করা হবে বলে শ্রমিকদের আশ্বস্থ করলে পরিস্থিতি শান্ত হন।