বিজয় বার্তা ২৪ ডট কম
ফতুল্লা মডেল থানা পুলিশ মাদকের অভিযান চালিয়ে রেল ষ্টেশন এলাকার মাদক সম্রাট বাবু ওরফে হান্ড্রেড বাবু(২৮)কে গ্রেপ্তার করেছে।
ফতুল্লা মডেল থানা পুলিশ গত বৃহস্পতিবার রাতে গোপন সংবাদের ভিক্তিতে ফতুল্লার রেল ষ্টেশন এলাকায় মাদকের বিশেষ অভিযান চালায়। এ অভিযানে মাদকের সম্রাট বাবু ওরফে হান্ড্রেড বাবুকে ২৫০পুরিয়া হেরোইনসহ গ্রেপ্তার করেছে।বাবু দাপা ইদ্রাকপুর এলাকার মো. ফোরকান মিয়ার ছেলে।এর আগেও বাবু বেশ কয়েক বার মাদক সহ গ্রেপ্তার হয়েছিল । বিজ্ঞ আদালত হতে জামিনে এসেই আবার তার মাদক ব্যবসা করে হরদমে।তার কাছ থেকে কতিপয় কিছু বিশেষ পেশার লোকেরা সুবিধা ভোগ করেন। এবং কার্ডধারী কিছু বিশেষ পেশার লোক তাকে মাদক বিক্রিতে সহায়তা করেন। এলাকাবাসী জানান ঐ বিশেষ পেশার লোকদের চিহ্নিত করে তাদের কে আইনের আওতায় এনে পাকড়াও করলে সমাজের মানুষ বেশি খুশি হবেন। পুলিশ বাবুকে বার বার গ্রেপ্তার করলেও তার সেল্টার দাতা দের গ্রেপ্তার করছেননা।বাবুর বিরুদ্ধে মাদক নিয়ন্ত্রণ আইনে মামলা করেছেন পুলিশ।