বিজয় বার্তা ২৪ ডট কম
সোমবার বেলা ১১টায় ফতুল্লা থানধীন শাহী মহল্লা কুতবপুরের রসুলপুর এলাকা থেকে মোস্তফা নামে এক চিহিৃত মাদক বিক্রেতাকে আটক করেছে জেলা মাদক দ্রব্য নিয়ন্ত্রন অধিদপ্তর কর্মকর্তারা।
জানা যায় জেলা মাদক দ্রব্য নিয়ন্ত্রন অধিদপ্তরের পরিদর্শক তমিজ উদ্দিন মৃধার নেতৃত্বে ফতুল্লা থানধীন শাহী মহল্লা কুতবপুরের রসুলপুর এলাকায় অভিযান চালিয়ে মোস্তফা নামে এক মাদক বিক্রেতাকে আটক করে । মোস্তফার পিতার নাম মৃত রাসেল। মাদক বিক্রেতার কাছ থেকে ২৮০ পিছ এ্যাম্পুল লুপিজেসিক ইনজেক্শন, ১০০ পিছ ইয়বা ও ১৯০০ টাকা নগদ উদ্বার করা হয়। এ ব্যাপারে ফতুল্লা থানায় নিয়মিত মামলা দায়ের করা হয়েছে । মামলা নং -৯।