বিজয় বার্তা ২৪ ডট কম
৯৯৯ নাম্বারে ফোন পেয়ে মরা গরুর মাংস বিক্রির অভিযোগে নারায়ণগঞ্জের ফতুল্লায় এক মাংস ব্যবসায়ীকে আটক করেছে পুলিশ।
বিষয়টি মঙ্গলবাবর (১৭ জানুয়ারী) বিকেলে নিশ্চিত করেন ফতুল্লার মডেল থানার ওসিন শেখ রেজাউল হক দিপু।
এর আগে দুপুরে সদর উপজেলার ধর্মগঞ্জ এলাকা থেকে অভিযান চালিয়ে তাকে আটক করে ফতুল্লা মডেল থানা পুলিশ।
আটককৃত মো. আব্দুল হালিম (৫৫) নারায়ণগঞ্জের ফতুল্লার ধর্মগঞ্জ ঢালীপাড়া এলাতার মৃত সাইজদ্দিনের ছেলে।
এসময় স্থানীয়দের অভিযোগে তার কাছ থেকে ২০ কেজি গুরুর মাংস উদ্ধার করা হয় বলে জানায় পুলিশ। তবে এই মাংস মরা গুরুর মাংস কিনা সে বিষয়ে যাচাই করা হচ্ছে বলে জানায় পুলিশ।
স্থানীয়রা জানায়, ফতুল্লা ধর্মগঞ্জে আটককৃত আব্দুল হালিমের দোকানে একটি অসুস্থ গরু মাংস বিক্রির উদ্দেশ্যে নিয়ে আসেন। পরে ওই গরুটি মারা যায়। স্থানীয়রা অভিযোগ করেন সেই মরা গরুটি অন্য জায়গায় ফেলে দেওয়ার কথা বলে আব্দল হালিম গরুটি জবাই করে মানুষের মাঝে মাংস বিক্রি করেন। যে কারনে তারা বিষয়টি দেখে জাতীয় পরিষেবা ৯৯৯ নম্বরে দেন এক মাংস ক্রেতা। ফোন পেয়ে পরে ফতুল্লা মডেল থানা পুলিশ ঘটনাস্থল থেকে আটক করে তাকে থানায় নিয়ে যায়।
এ বিষয়ে ফতুল্লা মডেল থানার ওসি রেজাউল হক দিপু জানান, স্থানীয়রা মরা গরুর মাংস বিক্রির অভিযোগ এনে জাতীয় পরিষেবা ৯৯৯ নাম্বারে বিষয়টি আমাদের জানায়। সেই অভিযোগের ভিত্তিতে থানা পুলিশের একটি টীম ঘটনাস্থল থেকে আব্দুল হালিম নামে এক মাংস বিক্রেতাকে আটক করেন। এসময় ২০ কেজি গরুর মাংস জব্দ করা হয়েছে। মাংসগুলো মরা গরুর মাংস কিনা সেটা যাচাই বাছাই করা হচ্ছে। এ রাপারে আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।