বিজয় বার্তা ২৪ ডট কম
ফতুল্লার বিএনপি নেতা সেলিম চৌধুরী কমল(৪৫) করোনায় আক্রান্ত হয়েছে বলে জানা যায়।করোনায় আক্রান্ত বি,এন,পি নেতা সেলিম চৌধুরী ফতুল্লার মৃত হামিদুর চৌধুরীর পুত্র।
করোনা আক্রান্তের বিষয়টি নিশ্চিত করে ফতুল্লা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান লুৎফর রহমান স্বপন জানান,সেলিম চৌধুরী কমলের করোনা আক্রান্তের বিষয়টি তিনি গতকাল মঙ্গলবার লোকমুখে জানতে পেরেছেন।এবং খোঁজ-খবর নিয়ে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহন করবেন বলে তিনি জানান।
করোনায় আক্রান্ত সেলিম চৌধুরী কমলের স্বজনরা জানায়,তিনি সহ পরিবারের অপর সদস্যরা অসুস্থতাবেধ করলে গত কয়েকদিন পূর্বে করোনা পরীক্ষা করতে দিয়ে আসে।গতকাল মঙ্গলবার সেলিম চৌধুরী কমলের রিপোর্ট করোনা পজিটিভ আসে।
এ বিষয়ে সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা নাহিদা বারিক জানান, তিনি ও বিষয়টি জেনেছেন এবং তিনি স্থানীয় চেয়ারম্যান লুৎফর রহমান স্বপনকে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহনের জন্য নির্দেশ দিয়েছেন।
স্থানীয়রা জানায়, অসুস্থ থাকার পরেও তিনি বাজারে এবং মসজিদে গিয়েছেন। এমনকি আজো (বুধবার) তাকে বাড়ীর বাইরে দেখা গেছে। আর তাই স্থানীয়বাসীর মাঝে দেখা দিয়েছে আতংক।