বিজয় বার্তা ২৪ ডট কম
ফতুল্লা মডেল থানা পুলিশ ও জেলা ডিবি‘র পুলিশের পৃথক অভিযানে গত রোববার মাদকের অভিযান চালিয়ে ৫০ বোতল ফেন্সিডিল ১১০ পিস ইয়াবা ট্যাবলেট এবং ৫শ গ্রাম গাঁজাসহ ৪ মাদক বিওেক্রতাকে গ্রেপ্তার করেছে।
ফতুল্লা মডেল থানার ডিউটি অফিসার এস,আই আ.সালাম জানান, ফতুল্লা মডেল থানার এস,আই শাফীউল আলম ও এ,এস,আই আ. গাফ্ফার তাকলুকদার গত ২২ অক্টোবর রাতে ফতুল্লার হরিহরপাড়া চাঁদনী হাউজিং এলাকায় মাদকের ীভযান চালায়। এঅভিযান চালিয়ে ১১০ পিস ইয়াবা ট্যাবলেটসহ আরিফ (২২)কে গ্রেপ্তার করেছে। সে হরিহরপাড়া আমতলা এলাকার মো. শাহ-আলমের ছেলে ।
অপরদিকে, জেলা গোয়েন্দা (ডিবি)‘র এস, আাই আরিফুর রহমান ২৩ অক্টোবর সকাল সাড়ে ৬টায় ৫০ বোতল ফেন্সিডিলসহ মাসদাইর গুদারাঘাট এলাকা হতে নারী মাদক বিক্রেতা সাফিয়া আক্তার অন্তরা (২২) কে গ্রেপ্তার করেছে।
ডিবি‘র এস,আই মনিরুজ্জামান গত ২২ অক্টোবর রাতে ফতুল্লার সাইন বোর্ড এলাকা হতে ৫০০(পাঁচশত) গ্রাম গাঁজাসহ ২ মাদক বিক্রেতাকে গ্রেপ্তার করেছে। গ্রেপ্তারকৃতরা হলো,ঐএলাকার মৃত সবের আলীর ছেলে আ. রহিম (৩০),কুতুপুরের আলমাছ মিয়ার ছেলে ফয়সাল (২৪)।
এভ্রাপারে পুলিশ পৃথক পৃথক বাদী হয়ে মাদক নিয়ন্ত্রণ আইনে গ্রেপ্তারকৃতদের বিরুদ্ধে ফতুল্লা মডেল থানায় মামলা করেছে।